‘বিগ বস ১৯’ জেতার ট্রফি হাতে পেলেও শো-তে জেতা গাড়ির চাবি এখনও হাতে আসেনি গৌরব খান্নার। তবে গাড়ি না পেলেও কাজ, ব্যস্ততা আর নতুন সাফল্যের দৌড়ে এক মুহূর্তও থেমে নেই এই অভিনেতা। সদ্য শুরু করা নিজের ইউটিউব চ্যানেলের ভ্লগে গৌরব মজার ছলেই সেই ‘না পাওয়া গাড়ি’র কথা তুলেছেন, সঙ্গে ভাগ করে নিয়েছেন আম্বানিদের বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনার অভিজ্ঞতা এবং বিগ বসের বন্ধু প্রণীত মোরের সঙ্গে আবার দেখা হওয়ার গল্প।

সাম্প্রতিক ভ্লগে গৌরব বলেন, এই প্রথম তিনি এত বড় একটি অনুষ্ঠান হোস্ট করছেন। তাঁর কথায়, “এই কাজটা আমার কাছে একেবারেই নতুন। স্ক্রিপ্ট এত বড় যে মনে হচ্ছে পরীক্ষার জন্য পড়ছি। মঞ্চে আমি ঘোড়ায় চড়ে ঢুকব। দু’টি শো হবে, আর প্রত্যেকটিতে প্রায় ৪০ হাজার দর্শক থাকবে। পুরো ব্যাপারটার এনার্জিই আলাদা।”

গৌরব জানান, তিনি রিলায়েন্স ফ্যামিলি শো সঞ্চালনা করছেন, যা প্রতি বছর ধীরুভাই আম্বানির জন্মদিন উপলক্ষে হয়। অভিনেতা বলেন, “এই সুযোগটা পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আগেও একবার আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন সম্ভব হয়নি। এই বছর সেটা হয়ে গেল। অনুষ্ঠানটা টিভিতে দেখানো হবে না, কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার কাছে বড় সাফল্য।”

এরপর ভ্লগে দেখা যায়, হোটেলে ডিনারের সময় প্রণীত মোরের সঙ্গে দেখা করেন গৌরব। সেখানে তাঁরা ‘বিগ বস’-এ থাকাকালীন গৌরব যে গাড়িটি জিতেছিলেন, তা নিয়েও মজা করেন প্রণীত। গৌরব যখন প্রণীতকে কিছু মিষ্টি দেন, তখন প্রণীত মজা করে বলেন, মিষ্টির বদলে গাড়িটাই উপহার দিতে। এতে হেসে গৌরব বলেন, “ওটা তো আমিও এখনও পাইনি।”

উল্লেখ্য, ‘বিগ বস ১৯’ জেতার পর গত ডিসেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেল চালু করেন গৌরব। প্রথম ভিডিওতেই তিনি নিজের কেরিয়ার, পড়াশোনা এবং রিয়্যালিটি শোয়ে কাটানো অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ‘অনুপমা’ ও ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এ কাজ করার কথাও তিনি সেখানে জানান।

গৌরব বলেন, কমেডিয়ান প্রণীত এবং ইউটিউবার মৃদুল তিওয়ারিই তাঁকে ইউটিউব চ্যানেল খুলতে উৎসাহ দিয়েছেন। অভিনেতার কথায়, “যাঁরা আমাকে শোয়ে পছন্দ করেননি, তাঁদের জন্য ভবিষ্যতে আরও ভালও কিছু করার চেষ্টা করব। প্রণীত আর মৃদুল আমাকে বলেছিল, সোশ্যাল মিডিয়ায় আসা খুব জরুরি। এই দুনিয়া সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।”