নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচালকদের সংগঠন 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র তরফে পরিচালনা করা থেকে আগামী তিন মাস বরখাস্ত করা হল দেবের 'কিশমিশ' ছবি খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে! শুধু পরিচালনা নয় এই 'সাময়িক কর্মবিরতি'র সময়কালের মধ্যে শুটিং সংক্রান্ত কোনও কাজের সঙ্গেই জড়িয়ে থাকতে পারবেন না রাহুল। 'ডিএইআই'র তরফে জানানো হয়েছে, সংগঠনের নিয়ম ভেঙে বাংলাদেশে গিয়ে সে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'র জন্য একটি ছবির শুটিং করেছিলেন রাহুল। সে কথা প্রথমে অস্বীকারও করেছিলেন তিনি। এরপর সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। 

সম্প্রতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য কে নিয়ে এসভিএফ-এর তরফে ঘোষণা করা হয়েছিল একটি নতুন ছবির। সেই ছবির পরিচালনার দায়িত্বভার ছিল রাহুলের উপর। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রাহুল মুখোপাধ্যায়কে সরানো হয়েছে সেই দায়িত্ব থেকেও। ঠিক হয়েছে, রাহুলের বদলে শমীক হালদার সেই ছবির পরিচালনা সামলাবেন।

উল্লেখ্য, ক্ষমা চেয়ে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-কে চিঠি লিখেছেন রাহুল। আবেদন জানিয়েছেন, তাঁকে যেন পরিচালনার কাজ থেকে 'সাময়িক কর্মবিরতি' না দেওয়া হয়। যদিও এই আবেদনের কোনও জবাব সংগঠনের তরফে এখনও আসেনি।

প্রসঙ্গত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে আজকাল ডট ইন এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখন নয়। আজ বিকেলে এই বিষয়ে কথা বলবো"।