আজকাল ওয়েবডেস্ক: এক দুর্দান্ত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে কলকাতার সঙ্গীতপ্রেমীরা। আজ নারী দিবসে প্রথমবার দোভাষী ব্যালাড আয়োজিত হবে মহানগরে। বাংলা ও ইংরেজি একসঙ্গে দুই ভাষায় ব্যালাডের অভিনব প্রয়াস নিয়েছে ‘ব্লিডিং টিয়ারস’। 

ব্যালাড অর্থাৎ বাংলায় যা চারণ বলে প্রচলিত। বাংলায় চারণ কবি বলতে মুকুন্দ দাসের নাম সবার আগে আসে। স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে উদ্বেলিত করতো তাঁর গান। তারপর কেটে গিয়েছে কয়েকশো বছর। ধীরে ধীরে সেই ধারায় শুরু হয় চারণের চর্চা। প্রেম, বিচ্ছেদ হোক বা দু:খ কিংবা সমাজের কোনও সাম্প্রতিক ঘটনা বা যে কোনও বিষয়ের উপর ভিত্তি করেই হয় ব্যালাড। বিদেশে গিটার সহযোগে ব্যালাডিয়ানদের পরিবেশনা বেশ জনপ্রিয়।

মূলত কবিতা, বর্ণনা কিংবা গানের মাধ্যমে উঠে আসে জীবনের কথা, বিভিন্ন কাহিনির কথা। প্রথমে দর্শকদের বিষয়বস্তু বর্ণনা করে এগিয়ে চলে ব্যালাড। বসন্তের সন্ধ্যায় কথা-গানের মেলবন্ধনের সেই ব্যালাড আয়োজন করেছে ‘ব্লিডিং টিয়ারস’ নামক গ্রুপ। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই হবে ব্যালাডের উপস্থাপনা। আজ সন্ধে সাড়ে ৬টায় যতীন দাস রোডে ‘উইসডম ট্রি’-হবে অনুষ্ঠান। 

২০১৯ সালে তৈরি হয় ‘ব্লিডিং টিয়ারস’। তারপর দেশ-বিদেশে অসংখ্য ব্যালাডের আয়োজন করেছেন গ্রুপের সদস্য মানস রায়, সুবীর হালদার, চান্দ্রেয়ী, লীনা সরকার এবং গিটার ভেন্ট্রিলোকুইলিস্ট চন্দন সাধন ও জয়ন্ত হরবোলা। খুব বেশি বাদ্যযন্ত্র নয়, শুধুমাত্র গিটারের মাধ্যমেই তাঁরা দুই ভাষায় ব্যালাড পরিবেশন করবেন।