নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই বিয়ে হয়েছে। সেই মৌতাত কাটতে না কাটতেই শুটিং ফ্লোরে বড়সড় অভিযোগ আনলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অভিযোগ, তাঁর ওপর নাকি শারীরিক এবং মানসিক অত্যাচার করা হচ্ছে! শুধু তাই নয়, এক বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করেই এই অভিযোগ করলেন শ্বেতা। কী এমন ঘটল, যার জন্য এই কথা বললেন সদ্য বিবাহিতা এই অভিনেত্রী?
শুটিং ফ্লোরে এক বিশেষ ব্যক্তিকে একপ্রকার জোর করে ধরেই এই অভিযোগ ওঠালেন শ্বেতা ভট্টাচার্য। তারপর সকলকে সামনে রেখে চিনিয়ে দেন অভিযুক্ত ব্যক্তিকে। ভাবছেন কী এমন ঘটল শ্বেতার সঙ্গে? ওই ব্যক্তির বিরুদ্ধেই বা কেন অভিযোগ আনলেন অভিনেত্রী? আসলে, আর কিছুই নয়। গোটা বিষয়টি মজা করেই করেছেন শ্বেতা। সেই মানুষটির সঙ্গে শ্বেতার খুনসুটির সম্পর্ক, তাই ক্যামেরার সামনে মজা করে এই ঘটনা ঘটালেন শ্বেতা। জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের প্রোগ্রামারকে সকলের সামনে এনে শ্বেতা বললেন, "এই যে এঁকে চিনে রাখুন। আমাদের প্রোগ্রামার মানসদা, যাঁকে আমি দাদা বলে ডাকি। এবং তিনি তাঁর এই বোনকে অর্থাৎ আমাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন। আমাকে সেটে ডেকে এনে বসিয়ে রাখেন।" হাসতে হাসতে এই অভিযোগ করেন শ্বেতা!
এরপর তাঁর 'মানসদা'কেই প্রশ্ন করে ওঠেন, "বল, কেন এমন কর তুমি?' বোনের উদ্দেশ্যে হাসিমুখে দাদার উত্তর, "আসলে ও এলে সেটটা জমজমাট হয়ে থাকে, সবাই এনার্জি পেয়ে যাই'। শ্বেতার কল টাইম ঠিক করেন এই বিশেষ ব্যক্তি, তাই মজা করে প্রিয় দাদার হাত ধরে প্রায় জোর করেই এই অভিযোগ করেন শ্বেতা। সঙ্গে আবার দাদার কাছে আবদার, তিনি কিছুতেই রবিবার শুটিং করবেন না, তাই ছুটি চাই। শ্বেতা এবং মানসের মধ্যে এমন খুনসুটি প্রায় সময়েই চলতে থাকে। শুটিংয়ের মাঝে দু'জনেই পরস্পরের সঙ্গে এভাবে মজা করেন।
