১৮ জানুয়ারি নিজের জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এদিন ৩৭-এর চৌকাঠ ছুঁলেন তিনি। মা হওয়ার পর তৃতীয় জন্মদিন পালন করলেন অভিনেত্রী। এই বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন অভিনেতা গৌরব চক্রবর্তী। তাঁদের প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, বিয়ে। এখনও তাঁদের সম্পর্কের আনাচেকানাচে সেই বন্ধুত্বই যেন প্রকাশ পায়।

এদিন নিজেদের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লেখেন,“আজকের দিনটা শুধুই তাঁর জন্য। যে আমাকে গভীরভাবে চেনে, নীরবে পাশে থাকে আর আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত উষ্ণতায় ভরিয়ে দেন। এই যে একসঙ্গে বড় হওয়া, দৈনন্দিন ছোট ছোট মুহূর্তে হাসি ভাগ করে নেওয়া, আর এমন একজনের সঙ্গে জীবন গড়ে তোলা যে প্রতিটা দিনকে অর্থপূর্ণ করে তোলে, তা নিঃসন্দেহে স্পেশ্যাল। সে যেখানে থাকে, সেখানেই আসে শক্তি, সততা আর নিখাদ ভালবাসা, বিশেষ করে আমাদের এই ছোট্ট পৃথিবীতে।
আমাদের জন্য কৃতজ্ঞ। যে জীবনটা আমরা বেছে নিয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আর যে অসংখ্য মুহূর্ত এখনও অপেক্ষা করে আছে একসঙ্গে, পরিবার হয়ে সেগুলোর জন্যও।
শুভ জন্মদিন, ঋদ্ধিমা। আমি সবসময় কৃতজ্ঞ, চিরদিনের জন্য। সবসময়ই একসঙ্গে থাকব আমরা।”
প্রসঙ্গত, ঋদ্ধিমা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার মাধ্যমে ৷ ‘বউ কথা কও’ ধারাবাহিকের হাত ধরে টলিপাড়ায় পথ চলা শুরু হয়েছিল তাঁর ৷ এরপর ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও পরিচিত মুখ হয়ে ওঠেন ঋদ্ধিমা৷ তাঁর প্রথম অভিনীত ছবি ‘ফ্রেন্ড’। ওই একই বছরে মুক্তি পায় তাঁর আরও একটি ছবি ‘অমর সঙ্গী’ ৷ এরপর ‘রং মিলান্তি’, ‘ল্যাপটপ’, ‘রাজকাহিনি’, ‘হঠাৎ সেদিন’, ‘বাইসাইকেল কিক’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ মনে করিয়ে দেওয়া ভাল, ছোটপর্দায় ‘ব্যোমকেশ’ ধারাবাহিকে ‘সত্যবতী’-র ভূমিকায় দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। আর তাঁর সঙ্গে এই ধারাবাহিকে ‘ব্যোমকেশ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন খোদ গৌরব৷
