নিজস্ব সংবাদদাতা: সামাজিক মাধ্যম থেকে আচমকা নিজের ছবি মুছে করে দিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দেখা গেল এক ভয়ংকর ছবি। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে কার উদ্দেশ্যে 'বিশেষ বার্তা' দিলেন শন? শনের হঠাৎ এই পরিবর্তন দেখে অবাক সকলেই! কী এমন হল অভিনেতার? ঠিক কী বোঝাতে চাইলেন তিনি?
'এই গল্পে কী আমি ভিলেন'- নিজেই যেন নিজেকে প্রশ্ন করছেন শন। নিজের প্রোফাইলে এক মুখোশ পরা মহিলার ছবি পোস্ট করেছেন শন। অভিনেতার এই কাণ্ড দেখে হতবাক অনেকেই। কেন এমন করলেন শন, তা জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুখ খুলতে চাননি অভিনেতা। বিশেষ কোনও ব্যক্তির উদ্দেশ্যে কী শনের এই পোস্ট? কার জীবনেই বা 'ভিলেন' হয়ে আসার কথা বললেন শন? এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
শেষমেশ অনুরাগীদের দুশ্চিন্তা দেখে শনের বক্তব্য, "সকলকে একটু অপেক্ষা করতে হবে। কেন এই ছবি আর কিছুদিনের মধ্যেই জানতে পারবেন প্রত্যেকে।" শনের এই পোস্ট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। অনেকের মতে, শনের বহু প্রতীক্ষিত ছবি 'অন্তর্দৃষ্টি' সম্ভবত মুক্তি পেতে চলেছে। তার প্রচারের জন্যেই এই কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রথমবার দেখা যাবে শনকে, শুধু তাই নয় সম্ভবত এই ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন শন, সেই কারণেই হয়তো এমন পোস্ট। আবার অনেকের মতে নতুন কোনও কাজের সুখবর দিতে চলেছেন অভিনেতা, হয়তো এই ভাবেই তার প্রচার শুরু করলেন তিনি। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ শন।
এইমুহূর্তে স্টার জলসা 'রোশনাই' ধারাবাহিকের শনের চরিত্রকে অনেকেই ভিলেনের মত করেই দেখছেন, সেরকম ভাবেও ভাবছেন কেউ কেউ। তবে প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন ব্যক্তিগত জীবনে বিশেষ কোনও মানুষকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন শন। সম্প্রতি, শোনা গিয়েছিল সৃজলার সঙ্গে প্রেম করছেন শন, যদিও তা নিয়ে প্রকাশ্যে কথা বলা একেবারেই পছন্দ করেন না অভিনেতা। প্রথমদিকে এই বিষয়ে অনেকে ভাবতে শুরু করলেও পরে শন নিজেই জানিয়ে দেন যে এই ছবিকে কেন্দ্র করে নতুন চমক দিতে চলেছেন অভিনেতা, তবে কি চমকটা ঠিক কী, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
পাশাপাশি শন আরও জানালেন, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন একটি কাজ করতে চলেছেন শন। এর আগে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'পিলকুঞ্জ' ওয়েব সিরিজে প্রথমবার শন এবং তৃনা জিটিকে দেখেছেন দর্শকেরা। ফের এই পরিচালকের সঙ্গে নতুন কাজ শুরু করতে চলেছেন শন, শনের পাশাপাশি প্রোফাইল পিকচার বদলে ফেলেন পরিচালকও!
