আবার ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরছেন স্মৃতি ইরানি। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন দর্শক তুলসী ও তাঁর পরিবারকে।  

 

জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এল বড় খবর। এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তবে এবার জানা যাচ্ছে এমনটাই। ২০০৮ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর দর্শকের প্রত্যাশা রাখতে নাকি এমনটাই পরিকল্পনা করা হয়েছে। 

 

আরও পড়ুন: রণবীর সিং-এর শুটিং ফ্লোরে পাকিস্তানের পতাকা! মুক্তির আগেই নেটিজেনদের কটাক্ষের মুখে 'ধুরন্ধর'

 

গল্পে তুলসীর স্বামী 'মিহির ভিরানি'র চরিত্রে দেখা যাবে অমর উপাধ্যায়কে। ধারাবাহিকে এবার থাকবে ত্রিকোণ প্রেমও। মিহিরের প্রেমিকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী বরখা বিশতকে। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন দেবের ছবি 'খাদান'-এ। গল্পে দ্বৈত চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। বরখাকে তাই একই সঙ্গে দেখা গিয়েছিল দেবের স্ত্রী ও মায়ের ভূমিকায়। 

এবার 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন বরখা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ছোটপর্দায় আর তেমনভাবে দেখা মেলে না অভিনেত্রীর। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক আরও একবার নতুন রূপে ফিরছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: শুরুর সপ্তাহেই বাজিমাত 'রাণী ভবানী' ও 'দাদামণি'র! পুরনো মেগাকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করল কে?

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছেন বরখা। প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বরখা। যা তাঁকে আবারও লাইম লাইটে এনেছিল।১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী বরখা বিস্ত। চার বছর আগেই আলাদা হয়েছে তাঁদের পথ। এতদিন নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দু'জনকে। কিন্তু সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন বরখা। 

 

আরও পড়ুন: ‘গায়ক নয়, আমাকে কী হিসেবে চেনে এরা জানেন?’, নয়া প্রজন্মকে নিয়ে কোন ব্যাপারে হতাশা উগরে দিলেন শান?

 

তাঁর কথায়, "বিবাহিত জীবন থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল ইন্দ্রনীল। প্রতারণাটাই বেছে নিয়েছিল। যদি আমার হাতে সবকিছু থাকত, এরকম দিন আসতে দিতাম না।" বরখার এই মন্তব্য কতটা প্রভাব ফেলেছিল ইন্দ্রনীলের জীবনে? সেই সময় আজকাল ডট ইন-কে অভিনেতা বলেছিলেন, "খুব হতাশ আমি। আসল ঘটনাটা আমি আর বরখা ছাড়া কারওর পক্ষে জানা সম্ভব নয়। চার দেওয়ালের মধ্যে আমাদের মধ্যে কী হয়েছে, তা একমাত্র আমরাই জানি। ঘটনাটা এখনও পর্যন্ত কোর্টের অধীনে রয়েছে, তারপরেও এরকম মন্তব্য করা খুব অসন্তোষের।"