'ধুরন্ধর' নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এর মাঝেই নেটনাগরিকদের রোষানলে রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। 


আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। 

 

আরও পড়ুন: শুটিং থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার টলি অভিনেত্রী! গভীর রাতে ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে?

 

নিজের ৪০ তম জন্মদিনে রণবীর উপহার দিয়েছিলেন রণবীরের আগামী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। এ যেন ঝলক নয়, যেন তাণ্ডব! রক্তাক্ত মুখ, লম্বা, এলোমেলো চুল, চাপদাড়ি আর ঠোঁটের আগে ঝুলতে থাকা জ্বলন্ত সিগারেট—রণবীরের এই রূপ দেখে দর্শক বলছেন, “এটাই রণবীরের কামব্যাক!”

 

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকের ভিডিওর শুরুতেই দেখা যায়, অন্ধকার করিডরে হেঁটে আসছেন এক অজানা পুরুষ। আবছা আলোয় দৃশ্য ক্রমশ স্পষ্ট হয় রক্তাক্ত রণবীরের অবয়ব। চোখে আগুনের মত ঝলক। নেপথ্যে ততক্ষণে চলছে গুরুগম্ভীর ভয়েসওভার। এরপর পরই দৃশ্যপট মুহূর্তেই বদলে যায় অ্যাকশন, বিস্ফোরণ, ধোঁয়া, গোলাগুলি আর চরম উত্তেজনার ঝড়ে।


শুধু রণবীর নন, এই ছবিতে রয়েছেন আরও চার বলিউড হেভিওয়েট— সঞ্জয় দত্ত, আক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। ঝলকেই তাঁদেরও দেখা গেল অ্যাকশন-প্যাকড অবতারে। পরিচালনার দায়িত্বে ‘উরি’ ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর, যাঁর ছবি মানেই অ্যাকশন। সঙ্গে বাস্তব আর শ্বাসরোধকারী থ্রিলারের গন্ধমাখা টানটান চিত্রনাট্য। গুঞ্জন, এই ছবির কাহিনি ভারতের প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর অজিত ডোভালের জীবনের উপর ভিত্তি করে। যদিও নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। তবে ঝলক জানিয়ে দিচ্ছে, এই ছবি সত্য ঘটনা অবলম্বন করে তৈরি।

 

ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন মাত্র ২০ বছরের অভিনেত্রী সারা অর্জুন। তাঁর বয়স, আর রণবীরের সঙ্গে ২০ বছরের পার্থক্য—এই নিয়েই কিছুদিন আগে গোটা নেটপাড়া জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই মন্তব্য করেছেন, “ট্রেলার ভালো লেগেছে, কিন্তু এই বেমানান জুটি পুরো বিষয়টা অস্বস্তিকর করে তুলেছে।” "মেয়েটির বয়স মাত্র ২০ আর রণবীরের ৪০… ভাবলেই অস্বস্তি লাগে না?" — এমন প্রশ্নে এক্স, ফেসবুক ভরে উঠেছে। আরেকজন লিখেছেন, “প্রেমিকের থেকে বেশি মেয়েটির কাকু লাগছে রণবীরকে!” কেউ বা এই বলেও মন্তব্য করতে ছাড়েননি -“ এ বাবা, দয়া করে বলবেন না রণবীর আর সারা রোম্যান্টিক জুটি!” 

 

প্রসঙ্গত, 'সর্দারজি ৩' ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় সম্প্রতি বয়কটের মুখে পড়তে হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝকেও। তাঁর সিনেমা মুক্তি পায়নি ভারতে। এবার রণবীরের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে কিনা তার আঁচ যদিও এখনও পর্যন্ত পাওয়া যায়নি।