আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টলিউড অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় হতে না হতেই ফির একই দিনে আবারও একটি খারাপ খবর টলিপাড়ায়। মৃত্যু সংবাদ এল এমন একজন মানুষের যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। নিজের ফেসবুক দেওয়ালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং ছবি পোস্ট করে খবরটি দেন।

 

মারা গিয়েছেন তাঁর দীর্ঘদিনের গাড়ি চালক বাবুসোনা মুখোপাধ্যায়। টলিউডের মূলত বাবু নামেই পরিচিত ছিলেন তিনি। প্রসেনজিৎ নিজেও ডাকতেন বাবু বলেই। বাবুসোনা মুখোপাধ্যায়ের একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, “বাবু যেখানেই থাকিস ভালো থাকিস।”

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

দীর্ঘদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি চালানোর সূত্রে টলিউডের বেশ পরিচিত মুখ ছিলেন বাবু। সবাই তাঁকে চিনতেন হাসিখুশি অমায়িক মানুষ হিসেবেই। এমন একজন মানুষের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।

প্রসঙ্গত, তবে দীর্ঘদিনের সঙ্গীকে হারালেও থেমে থাকার উপায় নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কারণ কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’। পরিচালক শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। টলিউডের অন্যতম বড় বাজেটের এই ছবি নিয়ে ইতিমধ্যেই সরগরম টলিপাড়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অনুসারে তৈরি এই ইতিহাস নির্ভর ছবির টিজার সারা ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। চমকে দিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেশভূষাও। তাই এই ছবির প্রচারে এখন অনেকটাই ব্যস্ত থাকতে হচ্ছে অভিনেতাকে। কারণ একটি প্রচলিত প্রবাদ আছে না? অভিনেতাদের মনের ভিতরে যাই চলুক না কেন, ‘দ্য শো মাস্ট গো অন’।