নিজস্ব সংবাদদাতা: পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ দিতি ৷ মেয়েকে খুঁজতে আকাশ-পাতাল এক করে ফেলছে পুলিশ অফিসার বৃন্দা বসু ৷ রমিত সেন কি আসল কালপ্রিট? বৃন্দা কি খুঁজে পাবে তার মেয়েকে? সবপ্রশ্নের উত্তর মিলবে 'হইচই'-এর সিরিজ 'নিখোঁজ ২'-এ। পরিচালনায় অয়ন চক্রবর্তী।
ছবি হোক বা সিরিজ শেষ মুক্তি পাওয়া বেশকিছু কাজে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শক দেখেছেন 'মা'-এর চরিত্রে। পর্দায় আর 'মা' হতে চান না বলে দাবি করেছিলেন স্বস্তিকা। সেই দাবি মেনেই আগামী ছবির পরিকল্পনায় অয়ন চক্রবর্তী। পরপর রহস্যে ঘেরা ছবি-সিরিজের পর এবার একেবারে অন্য ঘরানা বাছলেন পরিচালক।
কমেডি ছবির ভাবনায় অয়ন। স্বস্তিকাকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য এগোবে বলেই জানা যাচ্ছে। আজকাল ডট ইন-কে পরিচালক বলেন, "কমেডি ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়, এই ভাবনাটা বহুদিন ধরেই আমার মাথায় ঘুরছে। পরিকল্পনা মাফিক কাজ এগোচ্ছে। এখনও কিছু চূড়ান্ত নয়।"
প্রসঙ্গত, কিছুদিন আগেই সমাজ মাধ্যমে স্বস্তিকা জানিয়েছিলেন নতুন বছরে ফের বলিউডে কাজ শুরু করতে চলেছেন তিনি। এবং নতুন চরিত্রের জন্য অভিনেত্রীকে অডিশনও দিতে হচ্ছে। তিনি ওই পোস্টে জানান, ভাল অভিনেতা হতে গেলে অহঙ্কার ভুলতে হয়, অধ্যবসায় তাঁর কাছে শেষ কথা। এই বিশ্বাসেই আগামীর দিশায় এগিয়ে চলেছেন অভিনেত্রী।
