মুক্তির দু’মাস পেরিয়ে গেলেও ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে আলোচনা থামার নাম নেই। শাহরুখ-পুত্র আরিয়ান খানের ডেবিউ প্রজেক্ট হিসেবেই নয়, গল্প বলার ভঙ্গি, তীক্ষ্ণ রসবোধ আর বলিউডের গোপন সব অন্দরকাহিনীর মশলার  জন্য এই সিরিজ আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং আরিয়ান, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্পর্কে একটি এমন ট্রিভিয়া ফাঁস করে, যা শুনে অনেকেই রীতিমতো চমকে গেছেন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানা গেল, আরিয়ান খান নাকি দারুণভাবে নকল করতে পারেন বিভিন্ন তারকার কণ্ঠস্বর। আর সেই দক্ষতার ঝলক তিনি দেখিয়েছেন নিজের সিরিজেই। আরিয়ানের কথায়, “একটা মজার তথ্য বলি, এই শো-তে যখন সলমন খান বলেন, ‘কিসের পার্টি? ফালতু পার্টি’, সেটা কিন্তু আসলে আমারই গলা ছিল!”

এই তথ্য প্রকাশ্যে আসতেই দর্শকদের নজরে ধরা পড়েছে সিরিজটির ডিটেইলিং আর ইস্টার এগ-এর চমৎকার ব্যবহার। শুধু গল্প বা সংলাপ নয়, এমন ছোট মুহূর্তেই যে কতটা পরিকল্পনা লুকিয়ে থাকে, সেটাই যেন বুঝিয়ে দিলেন আরিয়ান।

‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অতিথি তারকাদের তালিকাও রীতিমতো চমকে দেওয়ার মতো। শাহরুখ খান তো আছেনই, তার সঙ্গে ধরা দিয়েছেন করণ জোহর, রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, অরি, শনায়া কাপুর, ইব্রাহিম আলি খান, রাজকুমার রাও, সারা আলি খান, আমির খান, এস এস রাজামৌলি, গায়ক বাদশা, রণবীর সিং  ও রণবীর কাপুর। ইমরান হাশমির একটু বড়সড় বিশেষ উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। পাশাপাশি লক্ষ্যে, ববি, সাহের বাম্বা, অনন্যা সিং, রাঘব জুয়াল, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনীশ চৌধুরী, রজত বেদি ও গৌতমী কাপুরদের মতো অভিনেতারাও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাবা শাহরুখ খানকে নিয়ে আরিয়ানের মন্তব্যও নজর কেড়েছে। তাঁর কথায়, “উনি কাজ করার জন্য সবচেয়ে সহজ মানুষ। কী করতে হবে, কীভাবে করতে হবে, সবটা উনি জানেন। আর উনি সেটে থাকলে বাকিরাও একদম নিখুঁত আচরণ করেন।”

প্রসঙ্গত, এইমুহূর্তে ফের বিতর্কে জড়িয়েছেন আরিয়ান। হয়তো খানিক বিপাকেও।  বেঙ্গালুরুর নাইটক্লাবে মধ্যমা প্রদর্শন করে আইনি বিপাকে আরিয়ান খান। এবার শাহরুখ-পুত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বেঙ্গালুরুর কিউবন পার্ক থানায়। সূত্রের খবর, সংশ্লিষ্ট ইস্যুতে খুব শিগগিরি পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে ‘ব্যাডস অফ বলিউড’ পরিচালককে। আরিয়ানের নামে অভিযোগ জমা পড়েছে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও।