‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সাফল্যের পর পরিচালক হিসেবে এবার নতুন রাস্তায় হাঁটছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। বলিউডের পরবর্তী প্রজন্মের এই পরিচালক এবার তৈরি হচ্ছেন নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে, যা হবে তাঁর থিয়েট্রিকাল ডেবিউ। ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে ওটিটি-তে পরিচালক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রথম প্রজেক্টেই ঝড় তুলেছিলেন তিনি। এবার সেই ঝড় বড়পর্দায় আনতে চলেছেন!
শোনা যাচ্ছে, আরিয়ান ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন নিজের প্রথম সিনেমা নিয়ে যা মুক্তি পাবে বড়পর্দায়, যার শুটিং শুরু হবে ২০২৬ সালে। এই ছবিতে অবশ্য শাহরুখ খানকে দেখা যাবে না, অন্তত মুখ্য চরিত্রে তো নয়ই। যদিও তাঁর পরিচালিত প্রথম সিরিজে ‘কিং খান’-এর একটি ক্যামিও উপস্থিতি ছিল। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছেন আরিয়ান।
এক সূত্রের খবর, আরিয়ান নাকি এখনও শাহরুখকে বড়পর্দায় পরিচালনা করার জন্য তৈরি নন। তিনি আগেচান পরিচালক হিসেবে নিজের জায়গাটা প্রমাণ করতে, নিজের হাতে একটি বড়পর্দার সাফল্য এনে দিতে। ছেলে হিসেবে শাহরুখকে পরিচালনা করা তাঁর কাছে চ্যালেঞ্জ নয়, বরং চূড়ান্ত সম্মানের যা তিনি অর্জন করতে চান নিজের মেধা ও কাজের মাধ্যমে।
সূত্র আরও জানাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী, আরিয়ানের তৃতীয় ছবি অর্থাৎ ২০২৭ সালের প্রজেক্ট, সেখানেই দেখা যাবে শাহরুখ খানকে মুখ্য চরিত্রে! বাবা-ছেলে ইতিমধ্যেই সেই ছবির মূল গল্প ঠিক করে ফেলেছেন, তবে চিত্রনাট্যের কাজ এখনও চলছে। তবে সেই ছবিতে 'কিং খান'-কে নায়ক না ধূসর চরিত্রে দেখা যাবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও।
এইমুহূর্তে আরিয়ান মন দিয়েছেন তাঁর নিজের দ্বিতীয় ছবির লেখায়। খুব শিগগিরিই শুরু হবে কাস্টিং। অন্যদিকে, ভক্তদের উত্তেজনা তুঙ্গে, কারণ তারা জানে, এই ছবির পরই শুরু হবে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে পরিচালক হবেন আরিয়ান, আর অভিনেতা তাঁর বাবা শাহরুখ!
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য দেখিয়ে দিয়েছে, এই তরুণ পরিচালকের দৃষ্টিভঙ্গি আর পাঁচজনের থেকে আলাদা। তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক, আর সমসাময়িক। এখন দেখা যাক, বড়পর্দায় সেই দৃষ্টিভঙ্গি কতটা ঝলমলিয়ে ওঠে!
বলিউডে নতুন প্রজন্মের পরিচালক হিসেবে আরিয়ান খানের পদক্ষেপ এখন শুধু একটি সিনেমা নয়, এটি এক প্রতিশ্রুতি যে বাবার ছায়ায় নয়, নিজের আলোয় জ্বলতে চাওয়া এক তরুণ পরিচালকের গল্প।
