সংবাদসংস্থা মুম্বই: আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। একসঙ্গে বেশকিছু বছর থাকলেও অর্জুন-মালাইকার প্রেমেও ছেদ পড়ে। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনও বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা আজও খোলসা করেননি দু'জনের কেউই। বিচ্ছেদের পরেও চর্চা হয় এই জুটিকে নিয়ে। 

 


এবার নাকি জুড়ছে অর্জুন-মালাইকার সম্পর্ক? এমনই ইঙ্গিত এল দুই তারকার সমাজমাধ্যমে। রবিবারের অলস দুপুরে মালাইকা একটি ছবি পোস্ট করেন। বাড়ির রবিবারের ছবিটাই মূলত তুলে ধরেছিলেন। ছিল আদরের পোষ্যর ছবিও। আর সেই পোস্টেই নাকি লাইক করেন অর্জুন কাপুর। মালাইকার পোস্টে হঠাৎই অর্জুনের এই প্রতিক্রিয়া চোখ এড়ায়নি নেটিজেনদের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি ফের জোড়া লাগছে মালাইকা ও অর্জুনের সম্পর্ক? 

 


প্রসঙ্গত, বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায়। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অর্জুন, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এর আগে অভিনেতা একাধিকবার নিজেকে 'সিঙ্গেল' বলে দাবি করেন। মালাইকাও তাঁর কথার ভাঁজে বুঝিয়ে দেন, তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করছেন। তবে এবার কি একে অপরের মধ্যেই সুখ খুঁজে পেলেন? যদিও এসব কিছুর উত্তর মেলেনি এখনও দু'জনের তরফে।