নিজস্ব সংবাদদাতা: এইমুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় যুব-তারকা অ্যাঞ্জেল নূর। তাঁর গাওয়া বিভিন্ন স্বরচিত গান ঘুরে বেড়ায় সমাজমাধ্যমের আনাচেকানাচে। প্রধানত প্রেমের, বিরহের গানের জন্যই বিখ্যাত তিনি। অ্যাঞ্জেল নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাসে রীতিমতো তিনি তারকা। বন্ধুদের সঙ্গে তাঁর গাওয়া গান অনেক আগেই হয়েছে ভাইরাল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। পদ্মাপারের মতো এপার বাংলাতেও তাঁর অনুরাগীর সংখ্যাটা কম নয়। এবার সেই অনুরাগীর সংখ্যায় যোগ হল আরও একটি নাম। অরিজিৎ সিং!
গায়ক অ্যাঞ্জেল নূরের জনপ্রিয় গান ‘যদি আবার’ সমাজমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অরিজিৎ। তিনি যে বাংলাদেশি গায়কের গান শুনে মুগ্ধ তা স্পষ্ট ক্যাপশনে – “কী দারুণ গান!” আচমকা অরিজিতের তরফে এই প্রশংসা পেয়ে প্রথমে বিস্মিত হয়েছিলেন অ্যাঞ্জেল নূর নিজেও। বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। খানিক ধাতস্থ হয়ে সমাজ মাধ্যমে তিনি লেখেন, “বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন আমার গান! আমি তো কেঁদে ফেলব।”
 
 স্বভাবতই, ওপর বাংলার নূরের অনুরাগীরা দারুণ খুশি। তাঁদের অনেকেই সমাজমাধ্যমে মন্তব্য করেছেন - " বাংলাদেশের সুরের জগতের জন্য একটি গর্বের মুহূর্ত।"
