আজকাল ওয়েবডেস্ক: ছুটি কাটাতে গিয়ে চূড়ান্ত বিড়ম্বনার শিকার হলেন বর্ষীয়ান অভিনেত্রী এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্চনা পূরণ সিং। স্বামী ও সন্তানদের নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়ে এক অনলাইন টিকিট প্রতারণা চক্রের ফাঁদে পড়েন তিনি। একটি ওয়েবসাইট থেকে টিকিট কাটতে গিয়ে হাজার হাজার টাকা খোয়াতে হল তাঁকে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগ পোস্ট করে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
স্বামী, অভিনেতা-পরিচালক পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন অর্চনা। পরিকল্পনা ছিল, সেখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘আইফ্লাই দুবাই’-এ ইনডোর স্কাইডাইভিং উপভোগ করবেন। সেই মতো অনলাইনে টিকিটও কেটেছিলেন। কিন্তু নির্দিষ্ট দিনে সেখানে পৌঁছতেই মাথায় হাত পড়ে তাঁদের। কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাঁদের নামে কোনও টিকিট বুক করা নেই। অর্থাৎ যে ওয়েবসাইট থেকে তাঁরা টিকিট কাটেন সেই সাইটটি ভুয়ো ছিল।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই
ভ্লগে দৃশ্যতই হতাশ ও বিরক্ত অর্চনা বলেন, “আমরা আইফ্লাই দুবাইয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলাম। কিন্তু কর্মীরা জানালেন, আমাদের নামে কোনও রিজার্ভেশনই নেই। আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে টিকিট কেটেছিলাম, সেটি নকল। অথচ আমরা আগেই টাকা দিয়ে দিয়েছি। টিকিটের দামও নেহাত কম ছিল না। দুবাইয়ে এসে আমাদের টাকাগুলো জলে গেল। ভাবতেই পারিনি এখানকার মতো এত কড়া আইনকানুনের দেশে এমনটা হতে পারে।”
ঘটনায় হতবাক অর্চনার স্বামী পারমিত শেঠিও। পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করে তিনি বলেন, “আমি স্তম্ভিত... হাজার হাজার টাকা চলে গেল। কে জানে, এটাও হয়তো এখানকার সংস্থাগুলোর একটা আলাদা কৌশল!” যদিও তাঁর চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট।
তবে টিকিট বুক করার সময়েই যে ওয়েবসাইটি নিয়ে কিছুটা সন্দেহ হয়েছিল, সে কথা জানিয়েছেন তাঁদের পুত্র আর্যমান। তিনি বলেন, “প্রথমে ওয়েবসাইটে রাইডের সময় ৪ মিনিট দেখাচ্ছিল, কিন্তু টাকা দেওয়ার পাতায় যেতেই তা বদলে ২ মিনিট হয়ে যায়। তখনই আমার একটু সন্দেহ হয়েছিল। কিন্তু ওয়েবসাইটটা দেখতে এতই বিশ্বাসযোগ্য যে এমন প্রতারণা হতে পারে, তা ভাবতে পারিনি।”
এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে অর্চনা তাঁর অনুরাগীদেরও সতর্ক করেছেন, যাতে ভবিষ্যতে অনলাইন বুকিং করার সময় তাঁরা সতর্ক থাকেন এবং শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটই ব্যবহার করেন।
