২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই
Akash Debnath
মঙ্গলবার, 15 জুলাই 2025
1
8
আজকাল ওয়েবডেস্ক: স্তন্য মা এবং সন্তানের মধ্যেকার এক অবিচ্ছেদ্য যোগসূত্র। কেবল সন্তানের পুষ্টিই নয়, সামগ্রিক বিকাশে স্তন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2
8
কিন্তু অনেক সময় দেখা যায় নতুন মায়েদের শরীরে যথেষ্ট পরিমাণ স্তনদুগ্ধ উৎপন্ন হয় না। এর ফলে অপুষ্টির শিকার হতে পারে নবজাতক।
3
8
এই সমস্যা থেকে নবজাতকদের বাঁচাতে ব্রেস্ট মিল্ক ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশে। সেখানে দুগ্ধ দান করেন বহু নারীই। সেই তালিকায় সবচেয়ে বেশি স্তন্যদানের রেকর্ড গড়লেন টেক্সাসের এক মহিলা।
4
8
একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ স্তন্য দান করেছেন আলাইসা ওগলট্রি নামের এক মহিলা।
5
8
৩৬ বছর বয়সি আলাইসা ২০১৪ সালে প্রথমবার গিনেস বুকে নাম তোলেন। সে বছর তিনি মোট ১৫৬৯.৭৯ লিটার স্তন্য দান করেছিলেন। এবার নিজের পুরনো রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।
6
8
মাদার্স মিল্ক ব্যাঙ্ক অফ নর্থ টেক্সাস-এর পক্ষ থেকে জানানো হয়েছে এবার আলাইসা মোট ২৬৪৫.৫৮ লিটার স্তন্য দান করেছেন।
7
8
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে তাঁর দান করা দুগ্ধে ১১ টি শিশুর প্রাণ বাঁচবে। আলাইসা জানিয়েছেন রোজ তিন ঘণ্টা দুগ্ধ পাম্প করেছেন তিনি।
8
8
দুই সন্তানের মা আলাইসা জানিয়েছেন, তিনি প্রচুর পরিমাণে জল খান, আর সেটাই তাঁর অতিরিক্ত স্তন্য উৎপাদনের রহস্য।