২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই

img

আজকাল ওয়েবডেস্ক: স্তন্য মা এবং সন্তানের মধ্যেকার এক অবিচ্ছেদ্য যোগসূত্র। কেবল সন্তানের পুষ্টিই নয়, সামগ্রিক বিকাশে স্তন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

img

কিন্তু অনেক সময় দেখা যায় নতুন মায়েদের শরীরে যথেষ্ট পরিমাণ স্তনদুগ্ধ উৎপন্ন হয় না। এর ফলে অপুষ্টির শিকার হতে পারে নবজাতক।

img

এই সমস্যা থেকে নবজাতকদের বাঁচাতে ব্রেস্ট মিল্ক ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশে। সেখানে দুগ্ধ দান করেন বহু নারীই। সেই তালিকায় সবচেয়ে বেশি স্তন্যদানের রেকর্ড গড়লেন টেক্সাসের এক মহিলা।

img

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ স্তন্য দান করেছেন আলাইসা ওগলট্রি নামের এক মহিলা।

img

৩৬ বছর বয়সি আলাইসা ২০১৪ সালে প্রথমবার গিনেস বুকে নাম তোলেন। সে বছর তিনি মোট ১৫৬৯.৭৯ লিটার স্তন্য দান করেছিলেন। এবার নিজের পুরনো রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

img

মাদার্স মিল্ক ব্যাঙ্ক অফ নর্থ টেক্সাস-এর পক্ষ থেকে জানানো হয়েছে এবার আলাইসা মোট ২৬৪৫.৫৮ লিটার স্তন্য দান করেছেন।

img

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে তাঁর দান করা দুগ্ধে ১১ টি শিশুর প্রাণ বাঁচবে। আলাইসা জানিয়েছেন রোজ তিন ঘণ্টা দুগ্ধ পাম্প করেছেন তিনি।

img

দুই সন্তানের মা আলাইসা জানিয়েছেন, তিনি প্রচুর পরিমাণে জল খান, আর সেটাই তাঁর অতিরিক্ত স্তন্য উৎপাদনের রহস্য।