নীতেশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এ অস্কারজয়ী সুরকার হান্স জিমার-এর সঙ্গে যুগলবন্দিতে কাজ করছেন আর এক অস্কারজয়ী এআর রহমান। এই প্রেক্ষিতে তাঁর ধর্মীয় পরিচয় আদৌ এই প্রজেক্টে কোনও ভূমিকা রেখেছে কি না, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে ওঠার বার্তাই দিলেন ভারতের সুরসম্রাট।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানান, “আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। প্রতি বছর সেখানে রামায়ণ ও মহাভারত পড়ানো হত। তাই গল্পটা আমার মোটেও অজানা নয়। এই কাহিনি আসলে মানুষের চারিত্রিক গুণ, নৈতিকতা আর উচ্চতর আদর্শের কথা বলে। মানুষ তর্ক করতেই পারে, কিন্তু যেখান থেকেই ভাল কিছু শেখা যায়, আমি সেটাকেই গুরুত্ব দিই। নবী বলেছেন, জ্ঞান অমূল্য -সে রাজা থেকেই আসুক কিংবা  ভিক্ষুকদের থেকেই আসুক, ভাল কাজ হোক বা খারাপ অভিজ্ঞতা আপনি তা এড়িয়ে যেতে পারেন না।”

 

এই প্রসঙ্গেই আরও স্পষ্ট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রহমান। তাঁর কথায়, “আমাদের ছোটখাটো মানসিকতা আর আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যখন আমরা নিজেদের উন্নত করি, তখনই আমরা আলোকিত হই। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা নিয়ে আমি গর্বিত, কারণ এটা ভারত থেকে গোটা বিশ্বের উদ্দেশ্যে, ভালবাসা নিয়ে তৈরি হচ্ছে। হান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু ধর্মগ্রন্থ আর এই বৈচিত্র্যটাই তো আমাদের শক্তি!”

 

 

 

এদিকে আর এক সাক্ষাৎকারে এই ঐতিহাসিক সহযোগিতা নিয়ে নিজের ভয় আর দায়িত্ববোধের কথাও খোলাখুলি স্বীকার করেন এ আর রহমান।“আমাদের দু’জনের কাছেই এটা ভয়ের। কারণ এমন একটি আইকনিক, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ গল্পে সুর দিচ্ছি। প্রোমোতে প্রথমে ও একটি সাউন্ডস্কেপ তৈরি করেছিল, তারপর আমি সেটার সঙ্গে সংস্কৃত শব্দ যোগ করি। সবচেয়ে কঠিন বিষয়টা হল, এটা এমন এক গল্প, যা প্রতিটা ভারতীয় জানে। তবু আমাদের নতুন কিছু দিতে হবে। এমন কিছু, যা ভারত থেকে বিশ্বমঞ্চে পৌঁছবে।”

 

 

রামায়ণের সুর নির্মাণের প্রক্রিয়াও যে একেবারেই সহজ নয়, সেটাও মানছেন রহমান। “আমাদের কিছু অভ্যাস ভুলে যেতে হচ্ছে। অনেক সময় মনে হয়, ‘রামায়ণ তো এভাবেই হওয়া উচিত’, কিন্তু তার পাশাপাশি সংস্কৃতির যে চিরন্তন গুণ, সেটাকেও আত্মস্থ করতে হচ্ছে। এখনও প্রক্রিয়া চলছে। আমি ডঃ কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করছি রামায়ণ আর হিন্দি ভাষা নিয়ে ওঁর জ্ঞান প্রায় অধ্যাপকের মতো। ওঁর শরীরের প্রতিটা পরমাণুই যেন রামায়ণের কথা বলে। এমন সব কথা আর শব্দ ওঁর মাথায় আসে! আর মানুষ হিসেবেও ভীষণ ভাল। কাজটা সত্যিই উপভোগ করছি। এটা নতুন, এটা আলাদা।”

 

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, রবি দুবে, সানি দেওল, কাজল আগরওয়াল, অরুণ গোবিল ও ইন্দিরা কৃষ্ণন —তারকাখচিত এই মহাকাব্য যে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে, সে ইঙ্গিত কিন্তু স্পষ্ট।