নিজস্ব সংবাদদাতা: শেষ হল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'ঘরে ঘরে জি বাংলা'র পথচলা। জি বাংলার জনপ্রিয় এই রিয়্যালিটি শো'টি মন জয় করে নিয়েছিল দর্শকদের। মানুষের জীবনের নানান ওঠাপড়ার গল্প উঠে আসে এই শো'য়ের মাধ্যমে। এবার শেষ হচ্ছে এই রিয়্যালিটি শো'টি।
সোশ্যাল মিডিয়ায় শো'য়ের সঞ্চালিকা, অভিনেত্রী অপরাজিতা আঢ্য ভাগ করে নিয়েছেন এক আবেগঘন লেখা। তিনি এদিন তাঁর দেড় বছরের পথচলার সঙ্গী হিসেবে ধন্যবাদ জানান অভিনেতা বিশ্বনাথ বসুকে। একইসঙ্গে পরিচালক, নির্মাতা-সহ সকলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। অপরাজিতা লেখেন, "সকলকে আমার ধন্যবাদ জানাই যারা এত বছর ধরে আমাকে নিয়ে কাজ করছেন, আমাকে ভালোবেসে এসেছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যিনি আমাকে কাজ করতে সক্ষম রেখেছেন এবং সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রত্যেকে ভাল থাকবেন। আবার এরকম কোনও বিশেষ অনুষ্ঠান নিয়ে আবার পর্দায় আসব আপনাদের সামনে।"
অভিনেত্রী আজকাল ডট ইন-কে বলেন, "এত কাছ থেকে এতগুলো মানুষের জীবনযাত্রা দেখেছি। খুব অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আমার এই রিয়্যালিটি শো'টি করে। একসময়ে আমিও অনেক স্ট্রাগল করেছি উন্নতির জন্য। তাই আমি মনে করি, সবচেয়ে বড় অভিশাপ হল দারিদ্র্য। এত মানুষের জীবনের এত গল্প শুনে বাঁচার রসদ পেয়েছি অনেক।"
