মুক্তির পর থেকেই শিরোনামে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। শাহরুখপুত্রের প্রথম কাজ নিয়েই চর্চা হচ্ছে বিস্তর। সমাজমাধ্যমে ভাইরাল বেশ কিছু সংলাপও। সিরিজে একজন তারকা আসমান সিং-এর চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য। সেই চরিত্রের আপ্তসহায়কের চরিত্রে দেখা গিয়েছে অন্যা সিংকে। বলিউডের নতুন মুখ হলেও কিন্তু আলোচনার কেন্দ্রে একেবারে মাঝখানে অনন্যা সিং।আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’–এর সাফল্যের পর থেকেই তাঁকে নিয়ে চর্চা থামছে না।

সিরিজে অন্যার অভিনীত চরিত্রটি যেমন বুদ্ধিদীপ্ত, তেমন স্থির ও ঠান্ডা মাথার। এক ঝলকেই বোঝা গেছে, পর্দায় তাঁর উপস্থিতি বেশ নজরকাড়া। দর্শকেরা বলছেন,"আরিয়ান খান হয়তো বলিউডের ভিতটা ব্যঙ্গ করেছেন, কিন্তু অনন্যা সেটার ভিতর থেকেই তুলে এনেছেন মাটির গন্ধ।"
কিন্তু এই সিরিজের শুটিংয়ের ওপারের গল্পটাও কম মজার নয়। অনন্যা জানালেন, রণবীর কাপুরের সঙ্গে শুটিংয়ের দিনটায় তিনি দারুণ নার্ভাস ছিলেন। “দুই দিকেই ছিলেন দুই কিংবদন্তি—একদিকে করণ জোহর, অন্যদিকে রণবীর! কিন্তু রণবীর এমন কুল, এমন সহজ, যে কিছুক্ষণের মধ্যেই সব ভয় কেটে যায়, কোনও সমস্যা হয় না।” হাসতে হাসতে বললেন অভিনেত্রী।
আরিয়ান খানের দিকেও অনন্যার প্রশংসা থামেনি। “পরিচালক হিসেবে আরিয়ান ভীষণ রিল্যাক্সড। কোনো চাপ দেয়নি, বরং পুরো সেটটাই ছিল একটা পরিবারের মতো। তাই সবাই নিজের সেরাটা দিতে পেরেছিল।” তবে এই শুটিংয়ের সবচেয়ে দারুণ অভিজ্ঞতা কী ছিল অন্যার? “এক সন্ধ্যায় মন্নতে শাহরুখ স্যার আমাদের সঙ্গে ৪৫ মিনিট গল্প করেছিলেন। বিশ্বাস করো, উনি যা বলেন, তাতে একটা জাদু থাকে। সেই মুহূর্তটা আমি কোনওদিন ভুলব না,” বললেন অন্যা।
কিন্তু সাফল্যের সঙ্গে আসে গুজবও।সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল কানাঘুষো—‘অনন্যা নাকি শাহরুখের আপ্ত সহায়ক পূজা দাদলানির মেয়ে!’ এ নিয়ে অনন্যার প্রতিক্রিয়া? “আমি হাসি। মানুষ যা খুশি বলবে। পূজা ম্যাম খান পরিবারের খুব কাছের মানুষ, কিন্তু আমি তাঁর মেয়ে নই,” হেসে উত্তর দিয়েছেন অভিনেত্রী।
অনন্যা মনে করেন, তাঁর আসল ‘সম্মান’ এসেছে অনেক আগেই—“যেদিন যশ রাজ ফিল্মস আমাকে বেছে নিয়েছিল, সেদিনই বুঝেছিলাম আমি পারব। তখন কিছুই জানতাম না, শুধু স্বপ্ন ছিল। আর আজ সেই স্বপ্নটা একটু একটু করে রঙ নিচ্ছে।” আরিয়ান খানের প্রথম সিরিজে অভিনয়ের পর অনন্যার আত্মবিশ্বাস দেখে মনে হয়, এই মেয়েটি থামার জন্য নয়। রণবীর, করণ, শাহরুখ—সবাই যার পরিসরে ইতিমধ্যেই জায়গা নিয়েছেন, তাঁর পরের পদক্ষেপ বলিউডের দিকেই তাকিয়ে থাকবে, এ আর বলার অপেক্ষা রাখে না।
