সংবাদ সংস্থা মুম্বই: বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছিল ‘রা.ওয়ান’ সুপারহিরো ছবির পেছনে। সুপারহিট করার দায়ভার কাঁধে নিয়েছিলেন স্বয়ং 'কিং খান'। দু’টি চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এক জন বিজ্ঞানী। অপর জন বিজ্ঞানের ফলশ্রুতি, রোবট। প্রযোজক হিসেবে কোথাও কার্পণ্য করেননি তিনি। বিশাল সেট, বিশাল আয়োজন, বড় তারকা, জটিল প্রযুক্তি, কী না ছিল! পরিচালক অনুভব সিনহাকে এই ছবির জন্য অনেক সমালোচনা ও ট্রোলের শিকার হতে হয়েছিল। ‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’-এর মতো প্রশংসিত ছবি বানানোর পর তাঁর ফিল্মোগ্রাফিতে জৌলুস ফেরে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক সব মন্তব্য অরলেন পরিচালক অনুভব সিনহা। 

 

পরিচালকের কথায়, “এই ছবির ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। এর আগে এত বড় মাপের ছবি তৈরির অভিজ্ঞতা ছিল না আমার। ফলে খেই হারিয়ে ফেলেছিলাম। শাহরুখ কিন্তু প্রযোজক হিসাবে কোনও কার্পণ্য রাখেনি। নামী মার্কিনি ভিএফএক্স শিল্পী থেকে শাহরুখের সঙ্গে প্রতিদিন বহু ঘন্টা আলোচনা সেরেছিলাম, এই ছবি তৈরি নিয়ে। তবুও...” অনুভব স্বীকার করে নিলেন, ছবির চিত্রনাট্য এবং সম্পাদনা দুইয়েই গলদ ছিল। তাঁর মতে, এই ছবির গান এবং ভিএফএক্স-ই উতরে গিয়েছিল ঠিকঠাক।” 

 

এরপর অনুরাগ আরও বলেন, “ইন্ডাস্ট্রির অন্দরে অনেকে শাহরুখের ব্যর্থতা দেখার জন্য ওৎ পেতেছিল। বহু বছর হয়ে গেল তো এই ইন্ডাস্ট্রিতে, এইটুকু বুঝি কারা কার খারাপ চাইছে। আমার কষ্ট হয়েছিল শাহরুখের জন্য। আমার উপর এত বিশ্বাস করেছিল ও। আর ওকে এমন একটি ছবি দিলাম, যা নিয়ে ও গর্ব করার জায়গা থাকল না কোনওদিন।”