সংবাদ সংস্থা মুম্বই: তিন দশক পেরিয়েও তিনি ‘এক দো তিন’ গার্ল। তাঁর কোমরের দোলা, তাঁর লাস্যে ভরা নাচ, তাঁর রূপের ছটা আর হাজার ওয়াটের হাসি— এই মধ্যবয়সেও তাঁকে দেখে আট থেকে আশির ‘দিল ধক ধক’।  মাধুরীর সঙ্গে অনিল কাপুরের জুটি যারপরনাই জনপ্রিয় দর্শকমহলে। দু'জন্যে জুটি বেঁধে একসময় বহু বাণিজ্যসফল ছবি উপহার দিয়েছিলেন বক্স-অফিসে। তবে জানেন কি, অনিল কাপুর-ই ভীষণ অখুশি হয়েছিলেন মাধুরীকে তাঁর বিপরীতে ' বেটা' ছবিতে কাস্ট করার জন্য!

 

'বেটা' ছবির সুবাদে বলিপাড়ায় পরিচালক হিসাবে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন ইন্দ্র কুমার। তবে অনিল কাপুরের বিপরীতে মাধুরীর আগে শ্রীদেবীকে ভাবা হয়েছিল। তবে শ্রীদেবী মুখের উপর ইন্দ্র কুমারের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ সেই সময় তিনি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতেন না। অন্যদিকে, মাধুরী এর আগে ইন্দ্র কুমারের 'দিল' ছবিতে অভিনয় করেছিলেন। ফলে মাধুরী দ্বিতীয় সুযোগ পেলেন। তবে গোটা ব্যাপারটায় বড্ড অখুশি হয়েছিলেন অনিল। এক সাক্ষাৎকারে আদি ইরানি বলেন, " অনিল পরামর্শ দিয়েছিলেন, তোমাকে ডেট দিতে আমার বছর খানেক সময় সল্যে। তার ফাঁকে একটি ছোট বাজেটের  ছবি তৈরি করে নাও, তুলনামূলক দু'জন নতুন মুখকে নিয়ে। তাতে লাভ হবে দুটো। পরিচালক হিসাবে অভিজ্ঞতাও বাড়বে, আর ইন্ডাস্ট্রিতে প্রযোজক-পরিচালক হিসাবে তোমার নামও হবে। সেখান থেকে 'দিল' তৈরি করেছিলেন। সেই ছবি কিন্তু দুর্ধর্ষ সফল হল।"

 

"মাধুরীর কথা শুনে খানিক বিমর্ষ-ই হয়েছিলেন অনুল কাপুর। মাধুরীর ঝুলিতে তখন তেমন কোনও হিট নেই। কারণ তখনও 'দিল' মুক্তি পায়নি।  অনিল কাপুরের বক্তব্য ছিল, শ্রীদেবীর মতো মাপের একজন অভিনেত্রী যখন এই ছবি বাতিল করেছেন, তখন উচিত ছিল ওঁর মাপের অন্য কোনও অভিনেত্রীকে। তা না করে মাধুরী! কোনও কাজের কথা নয়। পুরো বৃথা যাবে এই চেষ্টা।" তবে বলাই বাহুল্য, সবকিছুকে মিথ্যা করে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল 'বেটা'।