সংবাদ সংস্থা মুম্বই: শুক্রবার প্রয়াত হলেন বলি তারকা অনিল কাপুরের মা নির্মল কাপুর। বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনিত অসুস্থতায় মুম্বইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গত কয়েক মাস ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছর, ২০২৪ সালের সেপ্টেম্বরে মায়ের ৯০তম জন্মদিন মহা সমারোহে পালন করেছিলেন অনিল-বনি-সঞ্জয় কাপুররা।

 

নির্মল কপূর ছিলেন প্রখ্যাত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী। তাঁদের সন্তানদের মধ্যে আছেন প্রযোজক বনি কাপুর, জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর। নির্মলার মৃত্যুতে বলিউডের এই নামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের বাইরে দেখা যায় বনি কাপুর, শানায়া কাপুর, রিয়া কাপুরের স্বামী করণ বুলানি-কে। তাঁদের সঙ্গে ছিলেন জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া-ও।

 

কাপু পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে পবন হংস শ্মশানে নির্মল কাপুরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

কাপুর পরিবারে নির্মলা ছিলেন একাধারে মায়ের মতো পথপ্রদর্শক, আবার পরিবারের মেলবন্ধনের প্রতীক। তাঁর নাতি- নাতনিদের মধ্যে রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ—অর্জুন কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, জাহ্নবী কাপুর, অংশুলা কাপুর, খুশি কাপুর এবং মোহিত মারওয়া।