সংবাদসংস্থা মুম্বই: কবিতা এবং সাহিত্যের প্রতি অমিতাভ বচ্চনের অনুরাগ সর্বজনবিদিত। সম্প্রতি, 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে মহাভারতের 'অশ্বত্থামা'র চরিত্রে অভিনয় করার পর তাঁর আগ্রহ বেড়েছে মহাভারতে। তাই দেরি না করে মহাভারতের সব ক'টি খন্ড অনলাইনে অর্ডার দেন তিনি। যথাসময়ে সেই পার্সেলও তাঁর বাড়িতে আসে। তবে এরপরেই এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হন 'শাহেনশাহ'। সেই ঘটনার কথা নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। 
অমিতাভ জানতে পারেন, পবিত্রতার কারণে নাকি ঘরে রাখা যায় না মহাভারত। শোনামাত্র বেশ মুশকিলে পড়ে যান তিনি। অতঃপর উপায় না দেখে তাঁর চেনা এক পাঠাগারে মহাভারতের সব ক'টি খন্ডই দান করে দেন এই বর্ষীয়ান বলি-তারকা। সম্যমাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে তিনি লেখেন, " আমাদের শাস্ত্র থেকে জ্ঞান আরোহণ করার উদ্দেশ্যেই মহাভারতের সব ক'টি খন্ড অর্ডার করেছিলাম। সে সব বাড়িতে আসার পরেই জানতে পারি পবিত্রতার কারণে ঘরে নাকি রাখতে পারব না...তাই পাঠাগারে তা দিয়ে দিলাম.." বর্ষীয়ান বলি-তারকার কথা থেকেই পরিষ্কার, মহাভারতের পবিত্রতা আক্ষরিক অর্থেই রক্ষা করা হবে পাঠাগারে, এই ভরসায় এই কাজটি করেছেন তিনি। তা হলে এবার মহাভারত কী করে পড়বেন অমিতাভ? সে জবাবও সমাজমাধ্যমে নিজেই লিখেছেন অভিনেতা "ইন্টারনেটেরই দ্বারস্থ হব"।  

প্রসঙ্গত, 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে 'অশ্বত্থমা'র ভূমিকায় ভূয়সী প্রশংসিত হয়েছে অমিতাভ বচ্চনের অভিনয়। আশি পেরিয়েও গোটা ছবি জুড়ে যেভাবে দাপিয়ে অ্যাকশন করেছেন তা দেখে মুগ্ধ দর্শককুল। শোনা যাচ্ছে, বছর দুয়েকের মধ্যেই নাকি আস্তে চলেছে এই ছবির সিক্যুয়েল যেখানে ফের একবার 'অশ্বত্থামা'র ভূমিকায় ফের একবার দেখা যাবে অমিতাভকে।