সংবাদসংস্থা মুম্বই: বচ্চন পরিবারের সময় ভাল যাচ্ছে না! অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের টালমাটাল সম্পর্ক নিয়ে সরগরম বলিপাড়া। ১৭ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই ভাসছে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবর। সেই সমস্ত জল্পনার মাঝেই এবার বিবাহিতদের উপদেশ দিলেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির ১৬তম পর্বে অমিতাভ বিবাহিতদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আসলে অনুষ্ঠানের এক প্রতিযোগী দিপালী সোনির সঙ্গে তাঁর স্বামীর প্রেমের গল্প নিয়ে জিজ্ঞেস করেছিলেন বিগ বি। সোনির স্বামী জানান, সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁরা গাঁটছড়া বাঁধার পরই একে অপরের প্রেমে পড়েন এবং ২৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন। আর রিল ভিডিওই তাঁদের সম্পর্কের রসায়নের নেপথ্যে রয়েছে। সোনির স্বামীর কথায়, তাঁরা যেখানেই যান সেখানেই একসঙ্গে রিল বানান।
দম্পতির লাভ স্টোরি শোনার পরই সকল বিবাহিত দম্পতিদের পরামর্শ দেন অমিতাভ। বলিউডের ‘শাহেনশাহ’-র কথায়, এই ধরনের অভ্যাসই রোম্যান্সকে বাঁচিয়ে রাখে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আপনি খুব ভাল আইডিয়া দিয়েছেন। বিবাহিতরা যেখানেই বেড়াতে যাবেন রিল বানিয়ে রাখুন।”
বলিউডের গলিতে কান পাতলেই শোনা যায় ঐশ্বর্য-অভিষেকের মধ্যে 'অল ইজ নট ওয়েল'। এমনকি, গত কয়েক মাস ধরে নাকি আলাদা বাড়িতে থাকছেন অভিষেক -ঐশ্বর্যা। তবে বলিপাড়ার অন্দরের এও খবর, শত ঝামেলা হলেও নাকি এই দম্পতির কেউই আইনত বিচ্ছেদের পথে হাঁটবেন না।
ক্যামেরার সামনে বচ্চনরা সব সময় সুখী পরিবার। কিন্তু গত জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা আসেন ঐশ্বর্য। এমনকী বচ্চন পরিবারের কারওর সঙ্গেই তাঁকে কথা বলতে দেখা যায়নি। এই ঘটনার পরেই মেয়েকে নিয়ে একাই ছুটি কাটাতে যান ঐশ্বর্য। এরপর থেকে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবর আরও জোরালো হতে থাকে। যদিও সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক ।বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে কথা উঠলেই নিজের আঙুলে পরা বিয়ের আংটি দেখান অভিনেতা। তিনি জানান, এখনও তিনি বিবাহিত। তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চারিদিকে চলছে, তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন অভিষেক।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির ১৬তম পর্বে অমিতাভ বিবাহিতদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আসলে অনুষ্ঠানের এক প্রতিযোগী দিপালী সোনির সঙ্গে তাঁর স্বামীর প্রেমের গল্প নিয়ে জিজ্ঞেস করেছিলেন বিগ বি। সোনির স্বামী জানান, সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁরা গাঁটছড়া বাঁধার পরই একে অপরের প্রেমে পড়েন এবং ২৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন। আর রিল ভিডিওই তাঁদের সম্পর্কের রসায়নের নেপথ্যে রয়েছে। সোনির স্বামীর কথায়, তাঁরা যেখানেই যান সেখানেই একসঙ্গে রিল বানান।
দম্পতির লাভ স্টোরি শোনার পরই সকল বিবাহিত দম্পতিদের পরামর্শ দেন অমিতাভ। বলিউডের ‘শাহেনশাহ’-র কথায়, এই ধরনের অভ্যাসই রোম্যান্সকে বাঁচিয়ে রাখে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আপনি খুব ভাল আইডিয়া দিয়েছেন। বিবাহিতরা যেখানেই বেড়াতে যাবেন রিল বানিয়ে রাখুন।”
বলিউডের গলিতে কান পাতলেই শোনা যায় ঐশ্বর্য-অভিষেকের মধ্যে 'অল ইজ নট ওয়েল'। এমনকি, গত কয়েক মাস ধরে নাকি আলাদা বাড়িতে থাকছেন অভিষেক -ঐশ্বর্যা। তবে বলিপাড়ার অন্দরের এও খবর, শত ঝামেলা হলেও নাকি এই দম্পতির কেউই আইনত বিচ্ছেদের পথে হাঁটবেন না।
ক্যামেরার সামনে বচ্চনরা সব সময় সুখী পরিবার। কিন্তু গত জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা আসেন ঐশ্বর্য। এমনকী বচ্চন পরিবারের কারওর সঙ্গেই তাঁকে কথা বলতে দেখা যায়নি। এই ঘটনার পরেই মেয়েকে নিয়ে একাই ছুটি কাটাতে যান ঐশ্বর্য। এরপর থেকে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবর আরও জোরালো হতে থাকে। যদিও সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক ।বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে কথা উঠলেই নিজের আঙুলে পরা বিয়ের আংটি দেখান অভিনেতা। তিনি জানান, এখনও তিনি বিবাহিত। তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চারিদিকে চলছে, তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন অভিষেক।
