সংবাদ সংস্থা মুম্বই: পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে বিন্দুমাত্র খারাপ কোনও মন্তব্য সহ্য করবেন না। এক সময় সেকথা কড়াভাবে স্পষ্ট করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০১০ সালে ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বেজায় চটেছিলেন শাহেনশাহ। কী হয়েছিল ঠিক? 

 

আরাধ্যার জন্মের আগে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছিল, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বর্যা। সেই কারণেই তিনি মা হতে পারছেন না। এই প্রতিবেদনের বিরুদ্ধে নিজের ব্লগে সরব হয়েছিলেন অমিতাভ। রীতিমতো মারমুখি মেজাজে তিনি জানিয়েছিলেন, প্রচণ্ড বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে তিনি এই লেখা লিখছেন। ঐশ্বর্যকে নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদন যে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে এবং অসংবেদনশীল সেকথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, এই সাংবাদিকতা অত্যন্ত নিম্নরুচির। এখানেই থেমে থাকেননি অমিতাভ। আরও লেখেন, "আমার পরিবারের প্রধান আমি। ঐশ্বর্যা কিন্তু আমার পুত্রবধূ নয়, ও আমার কন্যাও বটে। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের মহিলা। তাই ওর সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করলে তার বিরুদ্ধে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব আমি। আমার পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নেব। কিন্তু আমার বাড়ির মহিলাদের উদ্দেশ্যে বাজে কথা বললে, আমি সহ্য করব না।”