সংবাদসংস্থা মুম্বই: ভোটের মরশুম! চারিদিকে প্রার্থী তালিকা জমা পড়েছে ইতিমধ্যেই। কোন দলের মুখ হলেন "দঙ্গল" অভিনেতা আমির খান ? বলিপাড়ায় হইচই !
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মিস্টার পারফেকশনিস্টকে দেখা গিয়েছে নির্দিষ্ট দলের হয়ে ভোটার প্রচার করতে। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন অভিনেতা। তাঁর টিমের মুখপাত্র এই বিষয়ে সরব হয়েছেন। মুম্বই সংবাদসংস্থার কাছে একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, ৩৫ বছরের কেরিয়ারে কোনও রাজনৈতিক দলের মুখ হননি আমির। ইলেকশন কমিশনের সুপারিশে বিভিন্ন জনসচেতনতা মূলক কাজে যুক্ত হয়েছেন একাধিকবার। ভাইরাল হওয়া ভিডিও দেখে তাই অবাক সকলেই। কোনও নির্দিষ্ট দলের হয়ে কোনও দিনই প্রচার করেননি আমির। এই ভিডিও সম্পূর্ণ মিথ্যে ও খারাপ উদ্দেশ্য নিয়ে তৈরি। মুম্বই পুলিশের সাইবার সেল দপ্তরে এই প্রসঙ্গে এফআইআর দায়ের করেছেন "ধুম ৩" অভিনেতা। শুধু তাই নয়, সমস্ত ভারতবাসীকে তিনি এই মিথ্যে ভিডিও থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন।
এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত "সিতারে জমিন পর" ছবির কাজ নিয়ে। কিছুদিন আগেই মেয়ে ইরার বিয়ে দিয়েছেন অভিনেতা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল তাঁর "লাল সিং চাড্ডা" ছবিটি। ছবিটি বক্স অফিসে খুব ভাল ফল করতে পারেনি। সেই ছবির পরে কিছুদিনের বিরতি ঘোষণা করেছিলেন। আবারও তিনি ফিরছেন। অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে ছবির কনটেন্ট নিয়ে।