সম্প্রতি দুবাইয়ে ‘বিগ বস ১৯’এর প্রতিযোগীদের একটি পুনর্মিলন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বেশ কয়েকজন পরিচিত মুখকে। সেই অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিককে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইতে দেখা যায়। এই মুহূর্তের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই কিছু নেটিজেন দাবি করতে শুরু করেন, আমাল নাকি ওই গানটি গেয়েছেন তানিয়া মিত্তলের উদ্দেশ্যে। ‘বিগ বস’-এর ঘরে একসঙ্গে ছিলেন দুই প্রতিযোগী।

ভাইরাল ভিডিওটি শেয়ার একটি পেজ। সেখানে কমেন্ট সেকশনে জল্পনার জবাব দেন স্বয়ং আমাল। তিনি লেখেন, ‘অবশ্যই আমাকে গাইতেই হত, কিউঁকি এক হাজারোঁ মেঁ মেরি বেহনা হ্যায়।’ অর্থাৎ, তানিয়াকে তিনি নিজের বোনের মতোই দেখেন, এ কথাই স্পষ্ট করে দেন তিনি।

এই মন্তব্যের পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে আসে। একজন মজা করে লেখেন, ‘উনি নিজেই নিজের প্রচার করেন।’ আবার আর অন্য জন আমালের জবাবের প্রশংসা করে টুইট করেন, ‘খুব ভাল বলেছেন আমাল। দারুণ করেছেন। নকল অনুরাগীদের মুখ বন্ধ করে দিয়েছেন।’

এর মধ্যেই আমাল ও ফারহানা ভাটকে নিয়ে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিয় তাঁদের দাবি করতে শোনা যায়, তাঁরা নাকি দুবাই সফর বাতিল করে মল্টায় ঘুরতে গিয়েছেন। দু’জনের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা মনে করছেন, তাঁদের বন্ধুত্ব গভীর হয়েছে। 

এছাড়াও, আমাল ও শেহবাজ বাদেশার একাধিক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ‘বিগ বস’এর  বাইরে এসেও যে তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে, তা এই ভিডিওগুলিতেই স্পষ্ট।

২০২৫-এর শেষে এসে আমাল সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে আরও একটি বিষয় পরিষ্কার করে দেন। ‘বিগ বস ১৯’  চলাকালীন কোনও ‘শিপ’ বা সম্পর্কের গুজব তৈরির ইচ্ছা তাঁর ছিল না বলেই জানান তিনি। আমাল লেখেন, ‘আমি শান্তভাবে এবং সম্মানের সঙ্গে এটা পরিষ্কার করতে চাই, কাউকে অসম্মান করা বা কোনও ধরনের ‘শিপ’ তৈরি করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। প্রতিযোগী হিসাবে আমরা সবাই জানি, সপ্তাহের পর সপ্তাহ আমাদের কীভাবে অসম্মানিত করা হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে এবং সহ্যসীমার শেষ প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটাই ছিল অত্যন্ত নির্মম।’

পোস্টে তিনি আরও জানান যে, ‘বিগ বস’  তাঁকে জীবনের প্রতিটি বিষয়ে দায়িত্ব নিতে শিখিয়েছে। মানসিক ও আত্মিক স্তরে আরও পরিণত করেছে। সলমন খানের সঞ্চালিত এই শো তাঁকে নিজের সীমাবদ্ধতাগুলিকে মেনে নিতেও সাহায্য করেছে বলে জানান আমাল। পোস্টের শেষে হালকা সুরে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।