যে কোনও উদযাপন ছোটপর্দায় সুপারহিট। সেটা বিয়ের উদযাপন হোক কিংবা পালাপার্বণ। বিয়ের উদযাপন মানেই দিন পনেরো ধরে নানা ধরনের আয়োজন। যা দেখে দর্শক মুগ্ধ। রেটিং চার্টে ডাবল ধামাকা। উৎসবের উদযাপন তার থেকে স্বল্পদিনের। যেমন, শিবরাত্রির কথাই ধরুন। ১০ এবং ১১ মার্চ জি বাংলার সমস্ত ধারাবাহিকের নায়িকারা একজোট। যাবতীয় রীতি মেনে তাঁরা শিবপুজো করবেন। এবং প্রত্যেকে সংসার, সবার মঙ্গল চাইবেন। পুজো করবেন স্বামীর জন্য। তালিকায় জগদ্ধাত্রী, ফুলকি, পর্ণা, শ্যামলী, শিমূল, রাধা, রাই, মিলি, তিতিররা। যেমন, ‘জগা’ আইপিএস অফিসার হয়েও স্বামীর জন্য ব্রত রেখেছে।
প্রত্যেক নায়িকা বাংলার ঘরে ঘরে নিজের ধারাবাহিকের প্রতিনিধিত্ব করেন। তাঁদের পর্দার যাপিত জীবন ক্রমশ এক হয়ে ওঠে পর্দার বাইরের নারীদের জীবনের সঙ্গে। তাঁরাও তাই বাকিদের মতো শিবরাত্রি পালন করেন। এই ব্রত রেখে বিবাহিত মহিলারা স্বামী-সন্তানের কল্যাণ চান। আর অবিবাহিতরা ভাল স্বামী, সংসারের স্বপ্নপূরণের প্রার্থনা নিয়ে শিবের মাথায় জল ঢালেন| তাঁদের আকাঙ্খাকে সম্মান জানিয়ে এই প্রথম বার সবার মঙ্গলকামনায় শিবরাত্রি পালন করবেন পর্দার নায়িকারা। কেউ চাইবে স্বামীর উন্নতি। তো কেউ সংসারের।
প্রত্যেক নায়িকা বাংলার ঘরে ঘরে নিজের ধারাবাহিকের প্রতিনিধিত্ব করেন। তাঁদের পর্দার যাপিত জীবন ক্রমশ এক হয়ে ওঠে পর্দার বাইরের নারীদের জীবনের সঙ্গে। তাঁরাও তাই বাকিদের মতো শিবরাত্রি পালন করেন। এই ব্রত রেখে বিবাহিত মহিলারা স্বামী-সন্তানের কল্যাণ চান। আর অবিবাহিতরা ভাল স্বামী, সংসারের স্বপ্নপূরণের প্রার্থনা নিয়ে শিবের মাথায় জল ঢালেন| তাঁদের আকাঙ্খাকে সম্মান জানিয়ে এই প্রথম বার সবার মঙ্গলকামনায় শিবরাত্রি পালন করবেন পর্দার নায়িকারা। কেউ চাইবে স্বামীর উন্নতি। তো কেউ সংসারের।
