সংবাদসংস্থা, মুম্বই: রূপোলি পর্দার তারকারা কী করছেন, কোথায় যাচ্ছেন, তাঁদের জীবনের খুঁটিনাটি নিয়ে আমজনতার আগ্রহের শেষ নেই। তারকাদের রোজকার জীবনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে চান পাপারাৎজিরা। এমনকী যার জন্য কখনও কখনও সেলিব্রেটিদের ধাওয়া করে ঢুকে পড়েন তাঁদের ব্যক্তিগত জায়গাতেও। এবার সেই নিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী আলিয়া ভাট।
মিডিয়ার সামনে সাধারণত আলিয়াকে খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না। সম্প্রতি খানিকটা চেনা ছবির নড়চড় হয়েছে। কিন্তু কেনই বা রেগে লাল হয়েছিলেন পর্দার ‘গাঙ্গুবাঈ’? আসলে বেশ কয়েকদিন আগে রাতে একটু দেরি করেই বাড়ি ফিরছিলেন আলিয়া ভাট। কোনও অনুষ্ঠান শেষ করে ক্লান্ত ছিলেন তিনি। রোজকার মতো সেদিনও তাঁর বাড়ির সামনে ছিল পাপারাৎজিদের ভিড়। তখনই ঘটে সেই ঘটনা। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছড়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, গভীর রাতে বাড়িতে ঢোকার সময়ে পাপারাৎজিরা তাঁদের ক্যামেরা নিয়ে আলিয়াকে অনুসরণ করছিলেন। পর্দার ‘রানি’কে দাঁড়িয়ে ছবি তোলার জন্য অনুরোধ করেন তাঁরা। কিন্তু আলিয়া না দাঁড়িয়ে বাড়ির ভিতরে চলে যান। কিন্তু তারপরও থামেননি পাপারাৎজিরা। এমনকি ক্যামেরা নিয়ে আলিয়ার প্রাইভেট বিল্ডিংয়ে ঢুকে পড়েন তাঁরা। আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী ও আলিয়ার বডি গার্ডরা তাঁদের থামানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। শেষমেশ উপরে ওঠার জন্য লিফটের সামনে হাজির হন পাপারাৎজিরা। সেখানেও আলিয়াকে ছবি তোলার জন্য অনুরোধ করেন। আর তখনই বিরক্ত হয়ে যান ‘রাজি’র অভিনেত্রী।
তিরস্কারের সুরে আলিয়া বলেন, “আপনারা কী করছেন?' যখন তখন তারকাদের দেখেই ক্যামেরা নিয়ে তাঁদের অনুসরণ করা, তাঁদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে সর্বসমক্ষে তুলে ধরা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিয়োটি দেখে কয়েকজন নেটাগরিক সমালোচনা করলেও আলিয়ার পাশেই দাঁড়িয়েছেন তাঁর ভক্ত-নেটিজেনরা।
আলিয়া বর্তমানে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি 'আলফা'-র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুরের ঘরণী। এছাড়াও অক্টোবরে মুক্তি পাবে আলিয়া অভিনীত করণ জোহারের 'জিগরা'। কয়েকদিন আগেই সেই ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী।
