সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩-র ১ নভেম্বর মুক্তি পেয়েছিল হৃতিক-প্রীয়াঙ্কা-কঙ্গনা-বিবেক অভিনীত সুপারহিট ছবি ‘কৃষ ৩’। সাই-ফাই অ্যাকশনের সেই ব্লকবাস্টার ছবির অন্যতম আকর্ষণ ছিল বিবেক ওবেরয়ের খলনায়কের চরিত্র 'কাল'। কিন্তু জানেন কি, এই চরিত্রটি প্রথমে দেওয়া হয়েছিল অজয় দেবগণকে? বলাই বাহুল্য, রাকেশ রোশনের সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেন অজয়! কেন জানেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাকেশ রোশন বললেন, “আমি অজয়কে খুব পছন্দ করি, অভিনয় দারুণ। সব ছবিতেই ওর স্ক্রিন প্রেজেন্স নজর কাড়ে। ওর সঙ্গে তাই কাজ করতে চেয়েছি একাধিকবার। কিন্তু সুযোগ পাইনি। ‘কৃষ ৩’-তে সবার আগে ওকেই প্রধান খলনায়কের চরিত্রে ভেবেছিলাম। বিবেক ওবেরয়কে নয়।”
কিন্তু কেন সেই চরিত্রে অভিনয় করতে রাজি হননি অজয়? রাকেশ জানালেন, অজয় তাঁকে সরাসরি বলেছিলেন —“রাকেশজি, এটা আমার পক্ষে একটু কঠিন হবে। কারণ আমিও টি একজন নায়ক। আর যদি শেষে আমাকেই মারা হয়, সেটা দেখতে দর্শকের ভাল লাগবে না। আর আপনিও তো চিত্রনাট্যে কোনও কমপ্রোমাইজ করবেন না।” অজয়ের যুক্তি মেনে নেন রাকেশ-ও।
তবে এখানেই শেষ নয়। রাকেশ রোশন জানিয়েছেন, তাঁর পরিচালিত জনপ্রিয় ছবি ‘করণ অর্জুন’-এর সময়ও প্রথম পছন্দ ছিলেন শাহরুখের সঙ্গে অজয় দেবগণ। কিন্তু ব্যক্তিগত কারণে সেই প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছিলেন 'সিংহম' তারকা। অজয় চেয়েছিলেন ‘অর্জুন’-এর চরিত্রে অভিনয় করতে, কিন্তু রাকেশ রোশন রাজি হননি। সব মিলিয়ে তাই আর আজ পর্যন্ত বড়পর্দায় রাকেশ-অজয়ের জুটি বাঁধা হয়নি।
