সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
মাধুরীর জন্য নিজেকে আহত করেন অজয়!
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অজয় দেবগণ, মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মোহিত হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে জানান, 'ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে' ছবির শুটিং চলাকালীন টিমের কিছুজন একসঙ্গে ধুমপান করছিলেন। তাঁদের সঙ্গে অজয় দেবগণও ছিলেন। সেই সময় মাধুরী এসে তাঁদের সঙ্গে যোগ দেন। অজয় বলেন, "ওকে এতটাই সুন্দরী দেখাচ্ছিল যে, আমি ধুমপান করতে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেলি। এখনও পোড়া দাগটা রয়েছে।" উত্তরে মজার ছলে মাধুরীও বলেন, "আমার স্মৃতি নিয়ে এখনও ঘুরছে অজয়। এটাই প্রকৃত বন্ধুর প্রতিচ্ছবি।"
রণবীরের অ্যাকাউন্ট হ্যাক করবেন অনন্যা?
বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে বেশকিছু কথা বলেন। তিনি জানান, অভিনেতা রণবীর কাপুরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি তিনি হ্যাক করতে চান। কারণ, তিনি জানতে চান যে, কাকে রণবীর ফলো করেন। যদিও রণবীরের একটি গোপন অ্যাকাউন্ট রয়েছে তাই এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাঁকে খুঁজে পাননি অনন্যা। তাই দুঃখপ্রকাশও করেন অভিনেত্রী।
একফ্রেমে প্রতিভা-কঙ্কনা
'লাপাতা লেডিস' খ্যাত অভিনেত্রী প্রতিভা রানতা ও অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা এবার একফ্রেমে। ধর্মা প্রডাকশনের একটি ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। কমেডি ঘরানার এই ছবির পরিচালকের আসনে রয়েছেন অনুভূতি কাশ্যপ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর খুব তাড়াতাড়ি পোল্যান্ডে শুরু হবে এই ছবির শুটিং।
