আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়... 

‘বচ্চন উত্তরসূরি’ মানতে নারাজ অগস্ত্য

বলিউডের নামী পরিবারে জন্মালেই যে সবসময় চাপ থাকে, এমনটা মনে করেন না অগস্ত্য নন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বচ্চন পরিবারের সদস্য হলেও তিনি সেই উত্তরাধিকারকে চাপ হিসেবে দেখেন না। অগস্ত্যের কথায়, তিনি অন্য কারও ছায়ায় না থেকে নিজের মতো করে কাজ করতে চান। নিজের পরিচয় গড়ে তোলাই তাঁর লক্ষ্য। অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করতে আত্মবিশ্বাসী অমিতাভ বচ্চনের নাতি জানান, পরিবারের নাম নয়, নিজের কাজ দিয়েই পরিচিত হতে চান তিনি। 

গোয়ার ‘রহস্যময়’ তরুণীর সঙ্গে কার্তিক! 

অভিনেতা কার্তিক আরিয়ান নাকি গোয়ায় এক ‘রহস্যময়’ তরুণীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন, সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কিছু পোস্ট দেখে ভক্তদের একাংশ এমনটাই মনে করছেন। আসলে অভিনেতা ও ওই তরুণী দু’জনেই প্রায় একই জায়গা থেকে সমুদ্রের ধারে বসে ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। আর এতেই শুরু হয় আলোচনা। বিষয়টি আরও চর্চার কেন্দ্রবিন্দুতে আসে যখন নেটাগরিকরা লক্ষ্য করেন, কার্তিক আগে ওই তরুণীকে ইনস্টাগ্রামে ফলো করছিলেন। কিন্তু জল্পনা ছড়াতেই অভিনেতা হঠাৎ করেই তাঁকে আনফলো করে দেন। এই আচরণে সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও কার্তিক এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি, তবুও তাঁর গোয়া ট্রিপ ও ইনস্টাগ্রাম কাণ্ড নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। 

মেয়ের প্রথম ঝলক দেখালেন কিয়ারা 

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে এসেছে নতুন সদস্য। গত বছর ১৫ জুলাই তাঁদের কন্যাসন্তানকে বাবা-মা হয়েছেন তাঁরা। আপাতত মাতৃত্বকালীন জীবনে বেশ ব্যস্ত মা কিয়ারা। এরই মধ্যে মেয়ে সারায়াহ-র একটি মিষ্টি ভিডিও শেয়ার করে ভক্তদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে মেয়ের মুখ পুরোপুরি না দেখালেও ছোট্ট হাত এবং খুদের নড়াচড়া মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। সাধারণ, ঘরোয়া মুহূর্তে মেয়ের সঙ্গে কাটানো সময় ভাগ করে নিয়েছেন কিয়ারা। যা দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন সকলে।