সংবাদসংস্থা মুম্বই: ২০২৩ সালে, জিয়া খান আত্মহত্যা মামলায় অভিনেতা সূরজ পাঞ্চোলিকে প্ররোচনার অভিযোগ থেকে বেকসুর খালাস করা হয়। তবুও বিতর্ক পিছু ছাড়ে না অভিনেতার। প্রায় চার বছর পর অভিনয় জগতে ফিরেছেন সূরজ। হামিরজি গোহলির ‘কেশরী বীর’ ছবিতে দেখা যাবে তাঁকে।

 

 

 

 

মঙ্গলবার ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সূরজ, তাঁর সহ-অভিনেতা সুনীল শেট্টি। সুনীলের দাবি, “সূরজ নতুন জীবন ফিরে পেলেন। এই ছবি ওঁর জীবনের দ্বিতীয় ইনিংস।”

 

 

 

কথা বলতে বলতে কখনও তিনি কেঁদে ফেলেছেন। কখনও কণ্ঠস্বরে আত্মবিশ্বাস। সূরজের কথায়, “অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছি। সে সব সামলে আবারও ক্যামেরার মুখোমুখি হচ্ছি। এ বার শুধুই মন দিয়ে কাজ করব।” সূরজের এই কথাগুলি নিমেষে ভাইরাল সমাজমাধ্যমে।

 

 

 

 

 

সূরজের মতে চার বছর পর অভিনয়ে ফেরা তাঁর কাছে বড় ব্যাপার। মা জরিনা ওয়াহব দুঃসময়ে পাশে না থাকলে এভাবে তিনি ফিরে আসতে পারতেন না। তিনিই অভিনেতার মনের জোরের উৎস। সেই জোরেই নিজেকে সুস্থ রাখতে পেরেছেন বলে জানান সূরজ।