ভারতে সংস্থার সাফল্য আকাশছোঁয়া। বাংলাদেশেও একেবারে অপরিচিত নন, যথেষ্ট জনপ্রিয়। সেই জনপ্রিয়তা পুঁজি করে বাংলাদেশের আলফা আই প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এসভিএফ প্রযোজনা সংস্থার ওপার বাংলার বিনোদনের দুনিয়ায় নতুন দিশা এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড। যার জপমন্ত্র ‘বিনোদন, বিনোদন শুধুই বিনোদন’। সেই লক্ষ্যপূরণে তাঁদের প্রথম সঙ্গী আফরান নিশো। যাঁর সুড়ঙ্গ ছবির প্রযোজনায় হাত মিলিয়েছিলেন এপার বাংলার প্রথম সারির এই প্রযোজনা সংস্থা। সেই জায়গা থেকেই সম্ভবত নতুন প্রযোজনা সংস্থার পরপর দুটো ছবির নায়ক।
বাংলাদেশে গত ইদ ছিল নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’র। ছবির জনপ্রিয়তা তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন তুলেছিল, কেন তাঁদের প্রিয় নায়ক শুধুই রুপোলি পর্দার নায়ক হবেন না? ভক্তদের সেই আশাপূরণ করতেই যেন নিশো ফের বড়পর্দায়। খুব তাড়াতাড়ি সেই দুটো ছবির নাম আনুষ্ঠানিক ঘোষণা করবে নতুন প্রযোজনা সংস্থা। তাই নতুন কাজ নিয়ে এক্ষুণি কিছু বলতে রাজি নন নায়ক। তাঁর কথায়, ‘‘যে কোনও সৃজনশীল প্রয়াসের সফলতার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছবির জন্য সব দিক থেকে সঠিক সমন্বয় অপরিহার্য। সমন্বয় যত ভাল হবে, ছবির মান ততই ভাল হবে। তাই ভাল নতুন ছবি তৈরি হতে সময় লাগে। যেমন, আমারও বডপর্দায় ফিরতে কিছুটা সময় লেগে গেল।’’
দুই বাংলা বিনোদন দুনিয়ায় যখনই হাত মিলিয়েছি তখনই সেরা কিছু জন্ম নিয়েছে। নতুন প্রযোজনা সংস্থাৎ ক্ষেত্রেও সেটাই হবে। এমন ভাবনা থেকেই এসভিএফের পক্ষ থেকে মহেন্দ্র সোনি এবং আলফা আই-এর শাহরিয়ার শাকিল বলেছেন, ‘‘বড়পর্দায় আফরান নিশোর প্রত্যাবর্তন এসভিএফ আলফা-ই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের আগামী ছবি নিজের অভিনয় প্রতিভায় সমৃদ্ধ করবেন।’’
বাংলাদেশে গত ইদ ছিল নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’র। ছবির জনপ্রিয়তা তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন তুলেছিল, কেন তাঁদের প্রিয় নায়ক শুধুই রুপোলি পর্দার নায়ক হবেন না? ভক্তদের সেই আশাপূরণ করতেই যেন নিশো ফের বড়পর্দায়। খুব তাড়াতাড়ি সেই দুটো ছবির নাম আনুষ্ঠানিক ঘোষণা করবে নতুন প্রযোজনা সংস্থা। তাই নতুন কাজ নিয়ে এক্ষুণি কিছু বলতে রাজি নন নায়ক। তাঁর কথায়, ‘‘যে কোনও সৃজনশীল প্রয়াসের সফলতার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছবির জন্য সব দিক থেকে সঠিক সমন্বয় অপরিহার্য। সমন্বয় যত ভাল হবে, ছবির মান ততই ভাল হবে। তাই ভাল নতুন ছবি তৈরি হতে সময় লাগে। যেমন, আমারও বডপর্দায় ফিরতে কিছুটা সময় লেগে গেল।’’
দুই বাংলা বিনোদন দুনিয়ায় যখনই হাত মিলিয়েছি তখনই সেরা কিছু জন্ম নিয়েছে। নতুন প্রযোজনা সংস্থাৎ ক্ষেত্রেও সেটাই হবে। এমন ভাবনা থেকেই এসভিএফের পক্ষ থেকে মহেন্দ্র সোনি এবং আলফা আই-এর শাহরিয়ার শাকিল বলেছেন, ‘‘বড়পর্দায় আফরান নিশোর প্রত্যাবর্তন এসভিএফ আলফা-ই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের আগামী ছবি নিজের অভিনয় প্রতিভায় সমৃদ্ধ করবেন।’’
