বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী এবং বিধানসভার সদস্য অদিতি মুন্সীর ঘরে এল নতুন সদস্য। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের পর মাতৃত্বের স্বাদ পেলেন গায়িকা। এই খুশির খবরটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অদিতি এবং তাঁর স্বামী, যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী।

 

 


২০১৮ সালে রাজনীতিক দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অদিতি মুন্সী। বিয়ের পর থেকেই নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবন দারুণভাবে সামলেছেন এই তারকা দম্পতি। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের কোল আলো করে এল পুত্রসন্তান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন গায়িকা। জানা যাচ্ছে, বর্তমানে মা এবং নবজাতক দু'জনেই সুস্থ আছেন।

 

অদিতি মুন্সী কেবল বাংলার একজন জনপ্রিয় গায়িকাই নন, তিনি একজন বিধায়কও বটে। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। গানের অনুষ্ঠান, রাজনৈতিক সভা এবং নিজের মিউজিক অ্যাকাডেমি—সবটা সামলেও মা হওয়ার এই জার্নিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন অদিতি। দীর্ঘ সাত বছরের এই দাম্পত্য জীবনে সন্তান আসার খবরটি তাঁদের কাছে এক বিশেষ আশীর্বাদ। গায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, এই দিনটির জন্য দেবরাজ ও অদিতি দুজনেই মানসিকভাবে অত্যন্ত মুখিয়ে ছিলেন।

 


অদিতির মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগত এবং রাজনৈতিক মহলে খুশির হাওয়া। টলিপাড়ার অনেক সহকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় নবজাতককে আশীর্বাদ জানিয়েছেন। অদিতির অনুরাগীরা তাঁর ভক্তিগীতি ও কীর্তনের মতোই তাঁর জীবনের এই নতুন অধ্যায়টিকেও সম্মানের চোখে দেখছেন। নেটিজেনদের অনেকেই দেবরাজ ও অদিতিকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

 

 

একজন সফল গায়িকা এবং জনপ্রতিনিধি হিসেবে অদিতির ব্যস্ততা তুঙ্গে। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলের রিয়্যালিটি শো 'সোনার জলসা'র বিচারকের ভূমিকায়। তবে সন্তানের জন্মের পর আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন। বিভিন্ন সাক্ষাৎকারে অদিতির কথায় বারবার উঠে এসেছে পরিবারের প্রতি তাঁর ভালবাসার কথা, আর এখন সেই পরিবার পূর্ণতা পেল একরত্তির আগমনে।