নিজস্ব সংবাদদাতা: ক্যালেন্ডার অনুযায়ী 'শ্রাবণ' বিদায় নিলেও কিন্তু হৃদয়ের ক্যালেন্ডারে কিন্তু 'শ্রাবণ' চিরস্থায়ী। তাই আশ্বিনেও হতেই পারে 'শ্রাবণ'। তাই 'আড্ডা টাইমস'-এ আসছে প্রেমের গল্পের নতুন ওয়েব সিরিজ 'দেখেছি তোমাকে শ্রাবণে'। মুখ্যভূমিকায় দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও নেহা আমনদীপকে। বুধবার দক্ষিণ কলকাতার এক নামি রেস্তোরাঁয় মুক্তি পেল ছবির ঝলক। হাজির ছিলেন ওয়েব সিরিজের পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী সহ সমস্ত কলাকুশলীরা। উল্লেখ্য, এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রাখলেন নেহা।
ব্যবসায়ী পরিবারের কর্তা 'বিশ্বনাথ'। ব্যবসায়ীর পাশাপাশি 'গ্যাংস্টার' বলাও চলে। তাঁর ছেলে 'রুদ্র' প্রেমে পড়ে 'ইরা'র। 'ইরা' একজন বিধবা গৃহবধূ। অতীতকে আঁকড়ে জীবন কাটায় সে। তাই 'রুদ্র'র ভালবাসা বারবার ফিরিয়ে দেয়। এরমধ্যেই তাদের মাঝে বাধা হয়ে আসে 'রুদ্র'র বাবা 'বিশ্বনাথ'। 'ইরা' আর 'রুদ্র' কি সব বাধা পেরিয়ে এক হতে পারবে? ভালবাসা কি মাত্র জীবনে একবারই আসে? এই গল্পই বলবে 'দেখেছি তোমাকে শ্রাবণে'।
অনুষ্ঠানে হাজির হয়ে এই ওয়েব সিরিজের গল্প প্রসঙ্গে সৌম্য বললেন, "তখন বড় হচ্ছি। শাহরুখের বলা সংলাপে বিশ্বাস করতাম জীবনে ভালবাসা বুঝি একবারই হয়। কিন্তু 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতেই দেখানো হয়েছিল একাধিকবার ভালবাসা আসতে পারে জীবনে। তাই ভালবাসাকে দ্বিতীয়বার অন্তত সুযোগ দেওয়া উচিত। তবে হ্যাঁ, প্রথমবার প্রেমে পড়ার যে অনুভূতি তা পরের কোনও বারেই আর হয় না"। পাশ থেকে নেহা বলে উঠলেন, 'এটা কিন্তু ঠিক। তবে প্রথমবারের প্রেম স্পেশ্যাল হলেও জীবনের শেষ প্রেমটা কিন্তু সবথেকে সেরা। তবে এই বিষয়ে আমি খুব বিশেষ কিছু জানি না, কারণ এখনও কোনও সম্পর্কে সেভাবে আমি জড়াইনি"।
পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী বললেন, "আজকাল তো ওটিটি খুললেই দেখা যায় বেশিরভাগ ওয়েব সিরিজ নয় থ্রিলার অথবা ক্রাইম-থ্রিলার সম্পর্কিত। আমাদের লক্ষ্য তা নয়। নিপাট প্রেমের গল্প বলাই আমাদের উদ্দেশ্য। তাই 'দেখেছি তোমাকে শ্রাবণে'। ওয়েব সিরিজে বৃষ্টির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটুকু বলতে পারি"।
অন্যান্য চরিত্রে রয়েছেন ভরত কল, তুলিকা বসু, ময়না মুখোপাধ্যায়, আদিত্য বক্সী, বুদ্ধদেব ভট্টাচার্য। অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি, গানগুলো গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী এবং দেবায়ন। চলতি বছর সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিরিজটি।চলতি বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে 'দেখেছি তোমাকে শ্রাবণে'।
