সংবাদসংস্থা মুম্বই: ফের খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবারে খবরে তাঁর বিলাসবহুল জীবনযাপন কিংবা কোনও তারকাকে নিয়ে কোনও জল্পনা নয়। অভিনেত্রীর শরীরে লেগেছে গুরুতর আঘাত। শুটিং বন্ধ করে হায়দরাবাদে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। 

জানা গিয়েছে, উর্বশীর আসন্ন ছবি 'এনবিকে ১০৯'-এর শুটিং চলছিল হায়দরাবাদে। গত কয়েকদিন ধরে এই শুটিংয়ের সুবাদেই হায়দরাবাদে রয়েছেন এই বলি-অভিনেত্রী। শোনা যাচ্ছে, হাড় ভেঙেছে অভিনেত্রীর!

জনপ্রিয় দক্ষিণী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের আগামী ছবি 'এনবিকে ১০৯'-এ প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে উর্বশীকে। ববি কোলি পরিচালিত এই ছবিতে রয়েছেন দুলকর সলমন, প্রকাশ রাজের মতো তারকা-অভিনেতারাও। সূত্রের খবর, ছবির তৃতীয় দফার শুট চলছিল। তখনই ঘটে এই দুর্ঘটনা। খবর, হায়দরাবাদে সেরা চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে উর্বশীর জন্যে। হাসপাতালে সারাক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।তবে অভিনেত্রীর তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, 'এনবিকে'তে প্রধান খলনায়ক হিসাবে দেখা যাবে ববি দেওলকে। অন্তত জল্পনা তাই বলছে। পরিচালক সমাজমাধ্যেমে ছবিতে ববি দেওলের যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। ববির প্রশংসা করে পরিচালক জানান, 'অ্যানিম্যাল' অভিনেতার যোগ দেওয়ার ফলে আরও জমাটি হল ছবির অভিনেতাদের তালিকা। ইন্সটাগ্রামে লেখেন- " ছবিতে 'হান্টার' পা ফেললেন"।

ববি দেওলের এই খবরে নড়েচড়ে বসেছিল নেটপাড়া। নেটিজেনদের একাংশের তরফে পরিচালকের উদ্দেশ্যে অনুরোধ ছিল, 'এনবিকে ১০৯'-এ যেন ববির মতো অভিনেতার সদ্ব্যবহার করা হয়। 

শোনা যাচ্ছে, এইমুহুর্তে 'এনবিকে'র শুটিং চলবে। উর্বশী ছাড়া বাকি কলাকুশলীদের নিয়ে‌। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।