৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল ৫ নভেম্বর ধনধান্য স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বহু তারকা। এদিন কলকাতায় এসেছেন অভিনেত্রী তিলোত্তমা সোম। বঙ্গ তনয়াকে দেখা গেল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে।
আজকাল ডট ইন-কে তিলোত্তমা সোম বলেন, "কলকাতায় আসতে খুব ভাল লাগে। আমার বাবা-মা থাকেন এখানে। এ বছর চলচ্চিত্র উৎসবে আসতে পেরে খুব ভাল লাগছে। বরাবরই বাংলা ছবি স্পেশাল আমার কাছে। প্ল্যান আছে অনেক ছবি দেখার। বিশেষ করে সেই কারণেই কলকাতায় আসা।"
চলতি বছর 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন'-এ দেখানো হয়েছিল তিলোত্তমা সোম অভিনীত বাংলা ছবি। পরিচালক তনুশ্রী দাস ও সৌমানন্দ সাহিরের ‘বাক্স বন্দি’-তে প্রধান চরিত্রে দেখা গিয়েছে কান পুরস্কার বিজয়ী বঙ্গকন্যা তিলোত্তমা সোমকে।
প্রসঙ্গত, এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। পরিচালক সুজয় ঘোষ ও পরিচালক রমেশ সিপ্পি। প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা গিয়েছে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হয়েছে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। উদ্বোধনের দিন সঞ্চালনার দায়িত্বে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া।
এই ফিল্ম ফেস্টিভ্যালে এবারে মোট ১৮৫ ফিচার ফিল্ম, ৩০টা শর্ট ফিল্ম, ৩৫ শর্ট ফিল্ম ডকু ফিল্ম দেখানো হবে৷ ১৮ টি ভারতীয় ভাষায় ও ৩৯ টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে৷ এবার চলচ্চিত্র উৎসবে মোট ১ হাজার ৮২৭ টি সিনেমা এন্টি নিয়েছিল৷ ৩৯টি দেশের ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে৷
প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। আলোচনায় থাকবে লোকগান, সিনেমার গান, সিনেমায় রাগাশ্রয়ী গান, সিনেমায় রবীন্দ্র সঙ্গীত, পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর একতারা মঞ্চে বসবে এই গানের আড্ডা ৷
বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে 'কম্পি', 'পিঞ্জর', 'গেট আপ কিংশুক', পরিচালক ঋত্বিক ঘটকের 'কোমল গান্ধার', 'বাড়ি থেকে পালিয়ে', 'সুবর্ণরেখা'- সহ আরও বেশ কিছু সিনেমা থাকছে এই বিভাগে ৷ অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে 'শোলে' সিনেমার ৫০ বছর পূর্তি।
