নিজস্ব সংবাদদাতা: টলি পাড়ায় তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে বারবার অস্বীকার করলেও অবশেষে সামাজিক মাধ্যমে শার্লি মোদকের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিষেক বোস। আর কোনও লুকোচুরি নয়, প্রেম করছেন এই দুই তারকা, বুঝিয়ে দিলেন অভিষেক নিজেই। 

 

এই বছর প্রাক্তন প্রেমিকা সুরভীর সঙ্গে বিয়ের কথা থাকলেও বছর শেষ হতে না হতেই নতুন প্রেমে জড়ালেন অভিষেক বসু।‌ এই খবর বহুদিন ধরে শোনা গেলেও তা একাধিকবার অস্বীকার করেছেন দু'জনেই। প্রেমকে এতদিন বন্ধুত্বের নাম দিলেও এবার সরাসরি মনের মানুষকে চিনিয়ে দিলেন সামাজিক মাধ্যমে।‌


প্রথমবার শার্লিকে ট্যাগ করে অভিষেক লিখলেন, '২০২৪ আমায় তোমাকে দিয়েছে।‌ তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালবাসি।' এতদিন অস্বীকার করলেও অভিষেক অবশেষে স্বীকার করে নিলেন ২০২৪ থেকেই তাঁদের দু'জনের প্রেমের শুরু। 

 

একদিকে নতুন প্রেমের শুরু হলেও অন্যদিকে মন ভেঙেছে। অভিষেক-শার্লির প্রেমের গুঞ্জনে মন খারাপ প্রাক্তন প্রেমিকা সুরভী মল্লিকের। অভিনেত্রীর সমাজ মাধ্যমে চোখ রাখলেই তা স্পষ্ট ধরা পড়ছে নেটিজেনদের চোখে। সম্প্রতি, ছলছল চোখে একটি ভিডিও পোস্ট করে সুরভী একা থাকার অভ্যাস গড়ে তোলার কথা জানিয়েছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "এই বছরটা অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটা কথা সবসময় মনে রাখা উচিৎ তোমার জন্য শুধু তুমিই আছো। নিজেকে ভালবাসতে শেখো। দেখবে সময়ের সঙ্গে সব স্মৃতি মলিন হয়ে যাবে। ভগবানের উপর বিশ্বাস রাখো।"


কান্না ভেজা চোখে সুরভীর এই ভিডিওর মন্তব্যে নেটিজেনরা তাঁকে মনের জোর বাড়াতে বলেছেন। কেউ আবার তাঁকে নতুন করে শুরু করার পরামর্শও দিয়েছেন। সুরভীর এই মন খারাপের ভিডিও তাই ইঙ্গিতপূর্ণ বলেই ধরে নিয়েছেন নেটিজেনদের একাংশ।