নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় 'ঠোঁটকাটা' বলে পরিচিত শ্রীলেখা মিত্র। তাঁর সঙ্গে নাকি তেমন সদ্ভাব নেই টলি তারকাদের। কিন্তু তাঁর ঘর গোছানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী মুনমুন সেন।
সুচিত্রা সেনের মেয়ে হয়ে, শ্রীলেখার ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন! এই প্রশ্নের উত্তর শ্রীলেখা নিজেই দিয়েছেন সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, মুনমুনের পরনে ছাই রঙের ফুলছাপ শাড়ি ও হাতকাটা ব্লাউজ। শ্রীলেখার ঘরের খাটের পাশের টেবিলে জলের বোতলগুলি গুছিয়ে রাখছেন সুচিত্রা-কন্যা। গোছাতে গোছাতেই মুনমুন হঠাৎ বলে ওঠেন, "আমি পেটিকোট খুঁজে পাচ্ছি না।" এই সব দেখে হতভম্ভ শ্রীলেখা।
ভিডিওতে অভিনেত্রী বলেন, "সবাই দেখুন কে আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! এই ভদ্রমহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছেন। কোনও মানে হয়! আমি অবশ্য গোছাতেও দিচ্ছি। ভিডিও করছি, তবু গোছাতে নিষেধ করছি না। এত ভালবাসা পাব ভাবতেই পারিনি।"
অন্যদিকে, একমনে শ্রীলেখার ঘর গুছিয়ে চলেছেন মুনমুন। সবশেষে তাঁকে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য তাড়াও দিলেন সুচিত্রা কন্যা। ভিডিওটি কোনও এক হোটেলের ঘর থেকে করা হয়েছে তা স্পষ্ট। কিছুদিন আগেই ছুটি কাটাতে হা
ভাইজ্যাক উড়ে গিয়েছেন শ্রীলেখা। তাঁর বেড়ানোর সঙ্গী কি মুনমুন সেন? তা যদিও খোলসা নয়।
