দক্ষিণী ফিল্ম জগৎ থেকে বলিউডে সফল অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে। কেরিয়ারের ঝুলিতে রয়েছে বক্স অফিস মাতানো বেশ কয়েকটি ছবি। কখনও ছোট পোশাক পরার কারণে বিতর্কে জড়িয়েছেন। কখনও আবার একাধিক প্রেমের কারণে চর্চায় এসেছেন। এবার, ফের শিরোনামে শ্রিয়া সরন। তেলুগু ছবির পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রিয়াকে। শ্রিয়ার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘আরআরআর’-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি। তিনটি ছবিতেই বলি-অভিনেতা অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।হলিউডেও পাড়ি দিয়েছেন শ্রিয়া।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ মানেই মজার সংলাপ, তারকা অতিথি আর নিরবচ্ছিন্ন হাসির খোরাক। এবার সেই হাসির আসরে হাজির হয়েছিলেন দক্ষিণী তারকা শ্রিয়া সরন, জগপতি বাবু, তেজা সজ্জা ও ঋতিকা নায়ক। পুরো পর্ব জমজমাট হয়ে উঠেছিল তাদের মজার গল্প আর চমকে দেওয়ার মতো স্বীকারোক্তিতে।

তেজা সজ্জা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, জগপতি বাবু নাকি আসলে ভীষণ রোমান্টিক মানুষ! সেই সঙ্গে কপিল ও তেজার মজার ঠাট্টা, রজনীকান্তের নাচের স্টেপ নকল করা—সব মিলিয়ে দর্শক হেসে লুটোপুটি। আর জগপতি বাবুর রাজনৈতিক মন্তব্যে হাসির ঝড় উঠল আরও— “এখন পর্যন্ত আমি সিনেমায় খলনায়ক হয়েছি, কিন্তু যদি রাজনীতিতে যাই, তবে নায়ক হব! কারণ ওখানে তো খলনায়ক আরও বেশি।”
তবে কপিল শর্মার এই পর্বের আসল আকর্ষণ ছিল শ্রিয়া সরন। প্রথমবার কপিলের মঞ্চেই অভিনেত্রী খুলে বললেন তাঁর প্রেমকাহিনি। অভিনেত্রী জানান, একবার ভুলবশত নির্দিষ্ট মাসের বদলে অন্য মাসের বিমান বুক করে একা চলে গিয়েছিলেন দক্ষিণ মালদ্বীপের এক ক্রুজে। আর সেই ভুলের কারণেই পরিচয় হয়েছিল আন্দ্রেই কোশ্চিভের সঙ্গে। রাশিয়ার জাতীয় পর্যায়ের এই টেনিস খেলোয়াড় আন্দ্রেই কোসচিভের সঙ্গেই তারপর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রিয়া।

প্রথম সাক্ষাতেই দু’জনের জীবনে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার। মজার ব্যাপার, শ্রিয়ার প্রথম ছবি হিসেবে আন্দ্রেই দেখেছিলেন দৃশ্যম—তখন নাকি ভয় পেয়েই গিয়েছিলেন তিনি!কয়েক বছর সম্পর্কে থাকার পর আন্দ্রেইকে বিয়ে করেন শ্রিয়া। ২০১৮ সালের মার্চে দু’জনে বিয়ে করেন, পরে ২০২১-এ জন্ম নেয় তাঁদের কন্যা রাধা। খেলাধুলার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আন্দ্রেই।

কাজের দিক থেকে সম্প্রতি শ্রিয়াকে দেখা গিয়েছিল কার্তিক সুব্বারাজ পরিচালিত তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার রেট্রো-তে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সুরিয়া ও পূজা হেগড়ে। এবার আসছে শ্রিয়ার বড় বাজির ছবি মিরাই। কার্তিক গট্টামনেনির পরিচালনায় তৈরি এই ফ্যান্টাসি–অ্যাকশন ছবিতে আছেন তেজা সজ্জা, মনচু মনোজ, ঋতিকা নায়ক, জগপতি বাবু ও জয়রাম।
