নিজস্ব সংবাদদাতা: এক বছর আগে জমজমাটভাবে আইনি বিয়ে সারেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সামাজিকভাবে বিয়ে সারছেন তাঁরা। বুধবার নতুন কনের সাজেই আইবুড়ো ভাত খেলেন রুপসা।
প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন রূপসা ও সায়নদীপ। প্রথমে আইনি মতে বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি করে রাখলেও বৃহস্পতিবার সামাজিকভাবে চার হাত এক করতে চলেছেন এই প্রেমিক যুগল। এক বছরে নিজেদের নতুন ফ্ল্যাট সাজিয়েছেন রূপসা-সায়নদীপ।
এনগেজমেন্ট এর দিন হাঁটু গেড়ে বসে রূপসা কে আংটি পরিয়ে দেন সায়নদীপ। আংটি বদলের অনুষ্ঠানও ছিল দেখার মত। গঙ্গাবক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কয়েকদিন ধরেই আইবুড়ো ভাত খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করছিলেন এবং দিন গুনছিলেন দু'জনেই।
বুধবার থেকেই অনুষ্ঠান শুরু হয় রূপসার বাড়িতে। মেহেন্দি অনুষ্ঠানে দেখা গেল অনন্যা গুহ, সম্পূর্ণা মন্ডলের মতো অভিনেত্রীদের। নাচে গানে অনুষ্ঠান একেবারে জমজমাট। অন্যদিকে সায়নদীপ মেহেন্দি দিয়ে নিজের বুকে লিখলেন রূপসার নাম। এদিন আইবুড়ো ভাত অনুষ্ঠানে রুপসাকে দেখা গেল একদম নববধূ রূপে। লাল বেনারসি, মুকুটে নতুন কনের মতোই দেখাচ্ছিল ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে।
রুপসা আগে জানিয়েছিলেন, প্রেম পর্বের প্রথম থেকেই বিয়ের কথা বলেন সায়নদীপ। শুরু থেকেই এই সম্পর্কের পরিণতি চেয়েছিলেন তিনি। এবার দেবীপক্ষের শুরুতেই নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন রূপসা এবং সায়নদীপ।
