টলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কোথাও নতুন প্রেম শুরুর গুঞ্জন, কোথাও আবার দাম্পত্য ভাঙার খবর। কিছুদিন আগেই শোনা গিয়েছিল ঘর ভাঙছে ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। স্বামী, পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তিনি। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল।
সমাজমাধ্যমে রিয়া নিজেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন। জানিয়েছিলেন এখন থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকবেন অভিনেত্রী। অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু রিয়ার কথায়, 'অসুস্থ দাম্পত্য' থেকে বেরিয়ে আসতে চান তিনি। আগেই জানিয়েছিলেন তাঁর উপর প্রায় প্রতিদিন চলত মানসিক নির্যাতন। তবে এবার উল্টো সুর গাইলেন অভিনেত্রী।
দাম্পত্যের এক যুগ পেরিয়ে আবারও কাছাকাছি রিয়া-অরিন্দম। বিবাহবার্ষিকীতে সমাজমাধ্যমে নিজেদের কয়েকটি ছবি ভাগ করেছেন রিয়া। সঙ্গে লিখেছেন, 'না হাত ছেড়ে যেতে পারিনি র এই জীবনে যাবো না সাত জনম ধরে একে অপর কে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন ১২ বছর একসাথে পথ চলা ! অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে প্লিজ ক্ষমা করে দিও। আজকের দিনে এই টুকুই চাওয়া। ভালো থাকো সুস্থ থাকো আর হাত টা শক্ত করে ধরে রেখো বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব।
সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক!'
রিয়া এই পোস্টের মাধ্যমে স্পষ্ট করেছেন যে, সব বিবাদ ভুলে ফের এক হচ্ছে দু'জনের পথ। স্বামী অরিন্দমের সঙ্গেই আবারও এক হতে চেয়েই যেন এই পোস্ট। রিয়া ও অরিন্দমের দুই সন্তানের কথা ভেবে আগেও একসঙ্গে ছিলেন তিনি। তবে সেই সময় কিছু মাস যেতেই ফের সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলেছিলেন রিয়া। তবে এবার দুই সন্তানের কথা ভেবেই হোক বা নিজেদের ভালবাসার জোরে, ফের এক হয়েছেন রিয়া-অরিন্দম, তা স্পষ্ট।
সমাজমাধ্যমে রিয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে পোস্ট দেখে তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন কাছের বন্ধুরা। বাদ যাননি নেটিজেনরাও। জুটির ১২ বছরের দাম্পত্যে নানা ঝড়-ঝাপটা এলেও আবার যে এক হয়েছেন তাঁরা, তা জেনে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রিয়ার অনুরাগীরাও।
