নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার সকালে প্রয়াত হন অভিনেত্রী রাইমা সেনের বাবা ভরত দেববর্মা। নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুনমুন সেনের স্বামী। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ রাইমা।

শোক সামলে উঠতে পারেননি অভিনেত্রী। মৃত্যুর ৩ দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন। ছোটবেলা স্মৃতিতে ডুব দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। শুক্রবার প্রয়াত ভরত দেব বর্মার কম বয়সি বেশ কিছু সাদাকালো ছবি এবং নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন নায়িকা। সঙ্গে লেখেন, 'বাবা, এখনও কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না। কত কথা মনে পড়ে যাচ্ছে। তুমি একজন দারুণ ভাল বাবা, স্বামী ছিলে। বাবা যতদিন না ফের দেখা হচ্ছে, যেখানে আছ ভাল থেকো। এভাবেই রাজার মতো থেকো। তোমায় খুব মিস করব। ভালোবাসি তোমায়।'

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Raima Sen (@raimasen)