নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ ফুলকি-রোহিত। দর্শকের থেকে দারুণ ভালবাসা পায় তাদের জুটি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখে যেন চোখ ফেরাতে পারেন না দর্শক। আর সেই ছবি প্রতি সপ্তাহে ফুটে ওঠে টিআরপি তালিকায়।
এদিকে, একটু একটু করে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। রোহিতের প্রতি ফুলকির ভালবাসা প্রকাশ পেলেও এখনও পর্যন্ত নিজের মনের কথা ফুলকিকে বলতে পারেনি রোহিত। কিন্তু মনে মনে সে যে ফুলকির ভালবাসায় সাড়া দিচ্ছে তা বুঝতেই পারছে। গল্পে আসছে একের পর এক টুইস্ট।
এবার ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়িকা।অভিনেত্রী মিশমি দাসকে দেখা যেতে চলেছে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁকে বর্তমানে দর্শক দেখেছেন 'কোন গোপনে মন ভেসে' ধারাবাহিকে 'রোহিণী'র চরিত্রে। একেবারে নতুন লুকে মিশমি এন্ট্রি নিচ্ছে 'ফুলকি'-তে। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী।
ঠিক কী ধরণের চরিত্রে দেখা যাবে তাঁকে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চরিত্রটার মধ্যে রহস্যের ছাপ রয়েছে। এখনই ইতিবাচক না নেতিবাচক তা বলা সম্ভব নয়। ফুলকির সঙ্গে আদপে কেমন সম্পর্ক হবে তা দর্শক নিজেই ধীরে ধীরে বুঝতে পারবেন।"
