নিজস্ব সংবাদদাতা: মার্চ মাসের শেষভাগে সন্তান প্রসবের কথা থাকলেও আচমকাই হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।  তবে এদিন সকাল থেকেই মন খারাপ অভিনেত্রীর। ভিডিওতে এসে প্রায় কেঁদেই ফেললেন হবু মা। কী এমন হল তাঁর? গতকাল শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বুধবার সন্তান প্রসব করবেন অভিনেত্রী, তবে তার আগে হাসপাতালে বসে প্রায় কাঁদো কাঁদো মুখে কী বললেন মানসী? 

 

 

 

নিজে গাড়ি চালিয়ে সাধের অনুষ্ঠানে যোগ দিতে  এসেছিলেন মানসী। ঠিক করেছিলেন সন্তান প্রসবের জন্য যেদিন হাসপাতালে ভর্তি হবেন, নিজে গাড়ি চালিয়ে যাবেন। তবে সেই মুহূর্ত আরও কয়েকদিন পরে আসার কথা থাকলেও আচমকাই হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এমনকী হাসপাতালে বসে সুখবর দিলেন যে কয়েক দিনের মধ্যেই তাঁর সন্তান পৃথিবীর আলো দেখবে। কিন্তু এমন সুখবর দেওয়ার মাঝে হঠাৎ কেন মন খারাপ মানসীর? নিজেই সেই কারণ জানালেন অভিনেত্রী। আসলে, হাসপাতালে সকালে তাঁকে দুধ এবং বিস্কুট খেতে দেওয়া হয়েছে। এদিকে দুধ খেতে একেবারেই পছন্দ করেন না মানসী। তাই দুধের গ্লাস হাতে নিয়ে প্রায় কেঁদে ফেললেন হবু মা। কাঁদো কাঁদো মুখে এও  জানালেন, এখন তিনি বুঝতে পারছেন তাঁর মেয়েকে যখন তিনি জোর করে দুধ খাওয়ান তখন তার ঠিক কী অবস্থা হয়। দুধ খেতে একেবারেই পছন্দ করেন না তাও খেতে হচ্ছে- তবে হবু সন্তানের জন্য এটুকু করতেই পারেন, জানালেন মানসী।