সংবাদ সংস্থা মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পাবে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মল্লিকা শেরাওয়াতকে।

 

বহু বছর পর এই ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন মল্লিকা। তবে সম্প্রতি এই ছবির এক প্রচার অনুষ্ঠানে গিয়ে মুলে দিলেন এক ছবিশিকারির কান! তবে রেগেমেগে নয়, বরং মজা করেই এই কাণ্ড করেছেন অভিনেত্রী। ঠিক কি হয়েছিল সেখানে? ছবির প্রচার অনুষ্ঠানে বেশ খুশিরই ছিলেন মল্লিকা ছবি শিকারিদের সঙ্গে মজার সুরে টুকটাক কথাবার্তা ও চালাচ্ছিলেন ক্যামেরার সামনে দিচ্ছিলেন পোজ ও এই সময়, এক যুবক ছবিশিকারি ভুল করে তাঁকে মল্লিকার বদলে মালাইকা বলে ডেকে ফেলেন! আর তাতেই খানিক অবাক, হয়তো ঈষৎ বিরক্ত হয়েছিলেন 'মার্ডার' ছবির অভিনেত্রী। তবে হাসিমুখেই এই পরিস্থিতি সামলানা তিনি বলে ওঠেন আমার নাম মালাইকা নয় মল্লিকা। আর এই ভুল করার জন্য এই ছেলেটার কেউ কানটা মুলে দাও তো!" বলে নিজেই আলতো করে ওই ছবিশিকারির কান মুলে দেন হাসতে হাসতে। অভিনেত্রীর সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। গোটা ঘটনাটি দেখে যে নেটিজেনদের বেশ মজা লেগেছে তা বলাই বাহুল্য।

 

তবে জানেন কি, 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' ছবির প্রস্তাব পেয়ে মল্লিকা শেরাওয়াত মনে করেছিলেন তাঁকে বুঝি এই ছবিতে একটি 'হট আইটেম নম্বর' নাচতে হবে। একথা আর কেউ নয়, জানিয়েছেন খোদ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য। আরও জানান, তবে যে মুহূর্তে অভিনেত্রী বুঝতে পারেন ছবিতে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ এবং অভিনয়ের সুযোগ আছে তিনি এককথায় রাজি হয়ে যান অভিনয়ের প্রস্তাবে।

 

পরিচালক জানান, ছবির প্রেক্ষাপট নয়ের দশকের শেষভাগে। সেই সময়ে একজন আধুনিকা মহিলার চরিত্র যেমন হতে পারে, সেকথা মল্লিকাকে ভেবেই লিখেছিলেন তিনি।