সংবাদসংস্থা, মুম্বই: বলিউডে যুগলদের সম্পর্ক ভাঙা-গড়ার খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। সেই তালিকায় নয়া সংযোজন ‘পাওয়াল কাপল’ মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। দুই তারকার ৬ বছরের ‘পোক্ত’ সম্পর্ক পাকাপাকিভাবেই ভেঙে গিয়েছে!সম্প্রতি নিজেই এই বিষয়ে সিলমোহর দিলেন বনি কাপুরের ছেলে। আর তারপরই পাল্টা ইঙ্গিত দিতে ছাড়লেন না মালাইকাও।
বেশ কয়েক মাস ধরে বলিউডে গুঞ্জন চলছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরকে নিয়ে। তারা নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন। ইদানিং কোনও অনুষ্ঠান বা পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতেও দু’জনের ছবি জায়গা পাচ্ছে না অনেক দিন। তাই যুগলের বিচ্ছেদের খবর খানিকটা পাকাপাকি বলেই ধরে নিয়েছিল সিনেপ্রেমীরা। যা নিশ্চিত করেছেন ‘ইশকজাদে’র অভিনেতা।
অতি সম্প্রতি 'সিংঘম এগেইন'-এর প্রচারে 'আমি সিঙ্গল' বলে নিজের বর্তমান স্ট্যাটাস-এর আপডেট দেন অর্জুন। অর্জুন কাপুরের প্রকাশ্যে এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মালাইকা। লেখেন, ‘কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও আজীবন এক আত্মাকে স্পর্শ করে থাকা যায়।’ স্বাভাবিকভাবেই অর্জুনের মন্তব্যের সঙ্গে পরদিন সকালেই মালাইকার পোস্টের যোগসূত্র খুঁজছেন নেটিজেনরা।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় মালাইকার। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের খবর কানাঘুষো ভেসে আসে। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। যা নিয়ে বিস্তর চর্চাও রয়েছে। যদিও তাতে কোনওদিনই খুব একটা পাত্তা দেনই দুই তারকা। গড়গড়িয়ে এগিয়েছে তাঁদের সম্পর্কের চাকা। কিন্তু হঠাৎ করেই নাকি ছন্দপতন!
গত বছরের মাঝামাঝি সময়েও বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। আসলে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ পর্যন্ত করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। আসলে অর্জুনের পরিবারের সঙ্গে কোনওদিনই হলায়-গলায় ভাব নেই মালাইকার। বরং শোনা যায়, মালাইকাকে নিজের বউমা করতে মোটেই রাজি নন বনি কাপুর। যদিও মালাইকার খারাপ সময়ে পাশে ছিলেন অভিনেতা। সম্প্রতি মালাইকার বাবার মৃত্যুতে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন অর্জুন।
