নিজস্ব সংবাদদাতা: অসুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আচমকা বর্ষীয়ান অভিনেতার প্রেসার বেড়ে গিয়েছে। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
বেশ অনেক দিন হয়ে গেল ভিক্টর বন্দ্যোপাধ্যায় মুসৌরিতে রয়েছেন। সেখানেই নিজের বাড়িতেই অসুস্থ পড়েন অভিনেতা। দেরাদুনের এক হাসপাতালে তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয়। তবে এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এমনও শোনা যায়, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন অভিনেতা। কিন্তু পরে জানা যায়, হৃদরোগ নয়, অভিনেতার প্রেসার বেড়ে গিয়ে স্ট্রোক হওয়ার ঝুঁকি দেখা গিয়েছিল।
এপ্রসঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ম্যানেজার সৌমিত্র চক্রবর্তী বলেন, “এখন উনি মুসৌরিতে আছেন। আজ সকালেই ওনার সঙ্গে কথা হয়েছে। হার্ট অ্যাটাক নয়, প্রেসার খুব বেড়ে গিয়েছিল। সময় মতো হাসপাতালে ভর্তি না করলে স্ট্রোক হতে পারত। কিন্তু সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন উনি সুস্থ আছেন।”
এর আগে, দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। প্রথমে ২০২২ সালে কোভিডে আক্রান্ত হন অভিনেতা। পরবর্তী সময়ে আবার ডেঙ্গিরও কবলে পড়েন তিনি। কিন্তু অল্প দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। এরই মধ্যে ফের অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। যদিও স্বস্তির খবর, সুস্থ আছেন তিনি। ইতিমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
বাংলা ছবির অন্যতম আইকন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বলিউড এমনকী হলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ৭৭ বছর বয়সি এই প্রবীণ অভিনেতা অনেক দিন হল রোল ক্যামেরা,লাইট, অ্যাকশনের খানিকটা দূরেই থাকেন। ২০২৩ সালে অনেক দিন পর ভিক্টর বন্দ্যোপাধ্যাকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবির পর অবশ্য তাঁর আর কোনও সিনেমা আসছে বলে শোনা যায়নি। বাংলা কেন, অন্য কোনও ভাষার ছবিও যে তিনি করছেন এমন খবর নেই।
