সংবাদ সংস্থা, মুম্বই: বিশ্ব জুড়ে তাঁর অগুনতি ভক্ত। প্রিয় অভিনেতার এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। তেমনই এক ভক্তের স্বপ্নপূরণ করলেন শাহরুখ খান। ৯৫ দিন মন্নতের বাইরে অপেক্ষার পর ভক্তের সঙ্গে দেখা করলেন 'বাদশা'।
সুদূর ঝাড়খন্ড থেকে এসেছিলেন সেই অনুরাগী। এক-দু’দিন নয়, টানা ৯৫ দিন শাহরুখের বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন তিনি। প্রিয় সুপারস্টারকে দেখার জন্য রীতিমতো গ্রামে পরিবার-পরিজন ছেড়ে, ব্যবসা বন্ধ করে ঠাঁয় বসেছিলেন। মনস্থির করেছিলেন, শাহরুখকে একবার না দেখে ফেরত যাবেন না। যদিও তাঁর আশা পূর্ণ হবে না বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু কথায় বলে, 'সবুরে মেওয়া ফলে' আর মন্নতে মেওয়া নয়, একেবারে প্রার্থনা হল সত্যি। ‘ঈশ্বর’ দর্শন পেলেন কিং খানের 'জ্যাবরা' ফ্যান।
অনুরাগীদের অনুরোধ রাখতে সব সময়েই যথাসাধ্য চেষ্টা করেন শাহরুখ। গত ২ নভেম্বর ছিল অভিনেতার জন্মদিন। প্রত্যেক বছর বিশেষ দিনে বাড়ির বাইরে অপেক্ষারত অনুরাগীদের দর্শন দেন শাহরুখ খান। তবে এ বছর তা ঘটেনি। জন্মদিনের সপ্তাহেই মন্নতের বাইরে অপেক্ষারত অনুরাগীর খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে উদ্যোগ নেন শাহরুখ। ভক্তকে বাড়ির অন্দরমহলে ডেকে নেন বাদশা।
ঝাড়খণ্ডে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালান ওই শাহরুখ ভক্ত। কিন্তু বলিউড বাদশার সঙ্গে দেখা করার জন্য রীতিমতো কাজকর্ম বন্ধ করে মুম্বইয়ে পাড়ি দেন তিনি। শুরু হয় অপেক্ষার পালা। শেষ পর্যন্ত অনুরাগীর স্বপ্নপূরণ করেছেন শাহরুখ। দেখা করার পাশাপাশি তাঁর সঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। প্রতিদিন কীভাবে ওই অনুরাগী অপেক্ষা করেছেন, পোস্টার হাতে এক একটি দিন কীভাবে অতিক্রান্ত হয়েছে সেই সব কিছুর ভিডিও, ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
